Taslima Nasrin on The Kerala Story: ‘মুসলমান মাত্রই বদের হাড্ডি, আতঙ্কবাদী?’, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে বিস্ফোরক তসলিমা

zeenews.india

Taslima Nasrin on The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরির চেয়ে জরুরি দ্য পাকিস্তান স্টোরি বা দ্য বাংলাদেশ স্টোরি বানানো’ বিস্ফোরক মন্তব্য করে বসলেন তসলিমা নাসরিন। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে এই ছবি, সেই কারণেই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন সাহিত্যিক।

 May 10, 2023
Comment |   
Taslima Nasrin on The Kerala Story: ‘মুসলমান মাত্রই বদের হাড্ডি, আতঙ্কবাদী?’, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে বিস্ফোরক তসলিমা

Taslima Nasrin, The Kerala Story, Muslims, Bangladesh, Pakistan, Terrorism, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সপ্তাহ থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে উত্তাল গোটা দেশ। এই ছবি নিয়ে ইতোমধ্যেই দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবি। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে এই ছবি, সেই কারণেই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ছবি দেখে মুখ খুললেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন।

দ্য কেরালা স্টোরি দেখে সাহিত্যিক লিখেছেন, “দ্য কেরালা স্টোরি দেখা হল। ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার সময় যেরকম অনুভূতি, এই সিনেমা দেখার সময় প্রায় একই রকম অনুভূতি আমার। যেন মুসলমান মাত্রই বদের হাড্ডি, মুসলমান মাত্রই আতঙ্কবাদী। পৃথিবীর প্রায় ১.৯ বিলিয়ন মুসলমান যদি জঙ্গি হতো, তাহলে পৃথিবীর কী হাল হতো, তা নিশ্চয়ই অনুমান করতে পারি। মুসলমানদের মধ্যে বেনামাজি, বেরোজদার বহুত, মুসলমানদের মধ্যে ধর্ম না জানা, ধর্ম না মানা লোকের সংখ্যাই, আমার বিশ্বাস, বেশি। মেয়েদের সমানাধিকারে আর মানবাধিকারে বিশ্বাস করা, শিক্ষিত সভ্য লোকও এই সম্প্রদায়ে প্রচুর। এগনোস্টিক আর এথিস্টের সংখ্যাও তো বাড়ছে। এরা ধর্ম ঠিকঠাক না মানলেও এদের মুসলমান বলেই ডাকা হয়, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্ম না মানা লোকদেরও ইহুদি, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ বলে ডাকা হয়। এসব তাদের ধার্মিক পরিচয় নয়, এসব সাংস্কৃতিক পরিচয়”।