bengali.abplive.com 27 March 2021
বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওড়াকান্দি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা। মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি। মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর। এখানে এই মন্দির দ্বাদশ শতকে গড়ে ওঠে বলে ঐতিহাসিকরা জানিয়েছেন। হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন।
ঢাকা: বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওড়াকান্দি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা। মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি। মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর। এখানে এই মন্দির দ্বাদশ শতকে গড়ে ওঠে বলে ঐতিহাসিকরা জানিয়েছেন। হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন।
নমঃশুদ্র সম্প্রদায়ের অংশ মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাসিন্দা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মোট ৫০ টি বিধানসভা আসনের মধ্যে ৩২-৩৩ টিতে মতুয়া ভোট অনেকটাই একটা ফ্যাক্টর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালে ওড়াকান্দিতে মোদির এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মোদি তাঁর ভাষণে বলেছেন, হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা এক সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি। তখনকার সময়ে দাড়িয়ে মহিলাদের জন্য শিক্ষা ও সামাজিক অংশীদারীত্বের জন্য জোর দিয়েছিলেন। আজ আমরা মহিলা সশক্তিকরণে জোর দিয়েছি।
মোদি বলেছেন, ঠাকুরনগরে বড়মার স্নেহ পেয়েছেন। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে ঠাকুরনগরে গিয়ে বড়মার সঙ্গে দেখা করেছিলেন মোদি।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত থেকে ওড়াকান্দিতে যে তীর্থযাত্রীরা আসবেন, তাঁদের বিশেষ সুবিধা দেওয়া হবে।মোদি জানান, বাংলাদেশে মেয়েদের স্কুলগুলির মানোন্নয়নের লক্ষ্যে কাজ করবে ভারত। বাংলাদেশে ভারত প্রাথমিক বিদ্যালয় তৈরি করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী আরও বলেছেন, নিজেদের অগ্রগতির মাধ্যমেই সমগ্র বিশ্বের অগ্রগতি দেখতে চায় ভারত ও বাংলাদেশ। দুই দেশই চায় বিশ্বে অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, ভালোবাসা ও শান্তির পরিবেশ গড়ে উঠুক। এই শিক্ষাই হরিচাঁদ ঠাকুর আমাদের দিয়েছিলেন। আজ সমগ্র বিশ্ব যে মূল্যবোধের কথা বলে, তার জন্য হরিচাঁদজি নিজের জীবন উতসর্গ করেছেন।