Ershad for Latif’s hanging

 Branding Posts and Telecommunications Minister Abdul Latif Siddique as an atheist and apostate, Jatiya Party chairman HM Ershad on Wednesday demand that the minister be hung for his anti-Islamic comments.

“The person who insults the greatest Prophet (Pbuh) can’t remain a Muslim. He (Latif) has become an apostate. He must be arrested on his return home. We want his punishment by hanging,” he said.

Ershad, also an especial envoy to the Prime Minister, came up with the remarks while addressing a demonstration programme arranged by Jatiya Party in front of its Kakrail office protesting the minister’s offensive comments against the holy hajj and Tablig Jamaat.

He also demanded Latif Siddique be removed not only from the cabinet but also from the parliament and party. “We’re in parliament. We can’t sit there with a black sheep like him.”

Ershad, a former president, said the minister also disowned Bangabandhu and Sheikh Hasina by his disparaging remarks against hajj and Tablig.

Pointing at the PM, he said, “You’ve performed hajj several times. Bangabandhu had given Tablig Jamaat the place (Ijtema ground). How come this man (Latif) belongs to your party?”

The former military ruler also criticised BNP for not taking any action programme to protest the minister’s anti-Islamic comments.

The Jatiya Party chief said the country’s image is being dented in the Muslim world only because of a black sheep. “We must resist this bad element by putting up a strong resistance through a jihad. We’ve taken to the streets as we’re a pro-people party. We’re a party having a strong belief in Islamic values.”

Source: UNB

1 COMMENT

  1. “মন্ত্রের সাধন কিংবা শরীর পতন”

    মুহাম্মদ আবুল হায়াত জালালাবাদী

    “মন্ত্রের সাধন কিংবা শরীন পতন”
    এই একি মন্ত্র আজ মুমিনের পন।
    যমুনা সৈকত সিক্ত, মুমিনের তপ্তখুনে লুপ্ত হবেনাক
    জাগন্ত মুসলিম বংগে ঈমানের দীপ্ত দিবাকর জ্যান্ত করি রাখ
    অয়িরে তওহিদবাদী নবীজির শিষ্য অনুচর
    পল্টনের কারবালায় এঁকে দেও মুক্তির সাক্ষর।
    অই চেয়ে দেখ বঙ্গে খুনের বন্যায়, খুনের জোয়ারে
    আল্লাহো আকবার ধ্বনি বান ডেকে ভৈরব গম্ভীরে।
    সীমারের তীক্ষ্ণ অসি ছিন্ন করে মুমিনের হৃদয় পিঞ্জর
    তবু ও শহীদ ভাই দুঃখ ব্যাখা যাতনায় হয়নি কাতর।
    রাজধানী শহরের বিশ্ববিদ্যালয়
    বিশ্বাসের পরীক্ষায় দিয়েছে প্রত্যয়। –(১)
    দস্যূ হাতে করে নাই আত্মসমর্পন
    ঈমানের সুধাপানে মৃত্যুরে করিল আলিঙ্গন।
    যে মাতা হারাল তার বক্ষ মনি ধন
    যে বধু হারাল তার প্রানের ম্বজন
    যে পুত্র হারাল তার জন্মদাতা পিতা
    মুসলিম বাংলার বুকে সেই দুঃখ গাখা
    গাথা রবে চিরকাল ঈমানের জলন্ত ভাস্কর
    ঈমনেতি আত্মোৎসর্গ্, মুমিনের অন্তিম সাক্ষর।
    মুসলিম বাংলার বুকে প্রতিগৃহে কারবালার আর্তনাদ রোল
    অয়িরে মুসলিম নাম্নী এবে তবে খুল
    তোর সেই তীক্ষ্ণ অসি বন্দুক সঙ্গিন।
    নির্জী্ব নিস্তেজ দেহে চিত্ত মুখ রাখি বিমলিন
    কেন বাঁচিবারে চাও নশ্বর ধরায়,
    কেন বন্দি হয়ে থাক যিন্দানখানায়? (২)

    বজ্রনাদে বিঘোষিছে দ্বীনের বিলাল
    উড়া্ও হিলাল
    জিহাদের মাঠে ছুটে আসি
    ইবলিস প্রেতাত্মার জিব টানি কসি
    খুনের জোয়ারে তবু ধৌত করি দেশ, আঁকো জয়টিকা
    ইসলাম নির্মূল যুদ্ধের টান যবনিকা।
    পলাশীর পুনরাভিনয়, মীরজাফরের নৃত্য বৃথা আস্ফালন
    ইতি হোক্ চিরতরে, ঈমানের বৈজয়ন্তি আনুক স্পন্দন।
    সাক্ষী থাক্ পূণ্যভূমি মুসলিমের বিশ্বাসের পন
    করিবনাত আত্মসমর্পন। (৩)

Comments are closed.