Senior BNP leader ASM Hannan Shah, who is also the chief coordinator of the electioneering for 18-party-supported mayoral runner MA Manna, on Sunday demanded deployment of army during the election to the Gazipur City Corporation (GCC).
“The government is engaging pro-ruling party officials to conduct the polls. Police personnel, including a DIG, from a specific district have been given charge to maintain the law and order. To ensure a free and fair election, it’s a must to deploy army,” he said.
The BNP leader also demanded removal of the pro-ruling party officials from the election duties. The election is billed for July 6.
Hannan Shah made the demands at a press conference at Mannan’s election monitoring office at Chandana intersection.
He alleged that the government is harassing the leaders and activists of the BNP-led 18-party alliance through mobile courts to intimidate the voters.
Hannan Shah, also a BNP standing committee member, further alleged that ex-Chhatra League and Jubo League leaders working in the National University are reportedly being made the presiding and polling officers in a bid to manipulate the polls.
He also said some government officials, including the director general of the Islamic Foundation Bangladesh and the Health secretary, are trying to influence the voters, violating the election code of conduct.
The BNP leader also accused senior AL leader Tofail Ahmed of breaching the election code of conduct by holding a public meeting using loudspeakers.
BNP joint secretary general Amanullah Aman, Gazipur district BNP president Fazlul Haque Milon and general secretary Saidul Alam Babul were, among, others present at the press conference
Source: UNBConnect
এবার অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নানের বিরুদ্ধে।
জানা গেছে, তার এক নিকট আত্মীয়র কাছ থেকে ব্যবসায়ের কথা বলে ১৫ লাখ টাকা ঋণ নেন রিয়াজুল হান্নান। কথা ছিল এ টাকার বিনিময়ে ব্যবসায়ে লাভের একটি অংশ দেবেন ওমর ফারুক নামে ওই আত্মীয়কে। কিন্তু এখন লাভের টাকা তো দূরের কথা আসল টাকাই ফেরত দিচ্ছেন না হান্নান শাহ পুত্র। বরং তিনি দম্ভোক্তি করছেন, ‘আমি হান্নান শাহ’র ছেলে, তুমি পারলে আমার থেকে টাকা নিও’।
হান্নান শাহ পুত্রের এসব কর্মকাণ্ডের প্রমাণ সরূপ বেশকিছু ডকুমেন্ট ঢাকা টাইমসের হাতে এসে পৌঁছেছে। কাগজ-পত্র ঘেটে এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা এক চিঠিতে ভুক্তভোগী ওমর ফারুক জানান তিনি শাহ রিয়াজুল হান্নানের আপন খালতো ভাই। তিনি পারিবারিক ভাবেই টাকা আদায় করতে চেয়েছিলেন। কিন্তু হান্নান শাহ’র ছেলে তাকে হুমকি-ধমকি দিয়ে উল্টো হয়রানি করছেন। চিঠিতে ওমর ফারুক অভিযোগ করেন, ‘ আমার খালু হান্নান শাহকে বিষয়টি জানালে তিনি বলেন টাকা দেওয়ার সময় আমাকে জানাও নাই কেন?’
ওমর ফারুক দাবি করেন, তাঁর ছেলে যে একজন প্রতারক হান্নান শাহ তা আগে থেকেই জানতেন। এসব বিষয়ে তিনি থানায় একটি জিডি করেছেন।
মির্জা ফখরুলকে লেখা ওই চিঠি আরও বলা হয়, টাকার জন্য তাগাদা দেয়ার পর রিয়াজুল হান্নান ওমর ফারুককে দুই লাখ টাকার একটি চেক দেয়। চেকটি হান্নান শাহ’র মালিকানাধীন অকটেভ এক্সপোর্ট অ্যাণ্ড ইমপোর্ট কোম্পানির নামে দেয়া। কিন্তু ওই চেকটি বাউঞ্চ হয়।
এ পরিস্থিতিতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিষয়টি জানানোর জন্য মির্জা ফখরুলকে অনুরোধ করেন।
এ ব্যাপারে জানতে চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী শরীফ বাবুল ঢাকা টাইমসকে জানান, ‘স্যার এখন বাসায় নেই।’
proof mrs.hannan 01713061584 aps babul 01711459296
call & be sure about what I say
https://drive.google.com/folderview?id=0B4CDXazCms1lMWZjY1dYakNPb1k&usp=sharing