-
- খেলাধুলা প্রতিবেদক
আরও একটা আইসিসির ইভেন্টে ব্যর্থ হলো ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিলো ইংলিশরা। আগামীকাল শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। করাচির ম্যাচটা ইংল্যান্ডের জন্য শুধুই নিয়মরক্ষার।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নেতৃত্ব ছাড়ার অগ্রিম ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: ফাইল
এই ম্যাচের আগে শুক্রবার নেতৃত্ব ছাড়ার অগ্রিম ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার জের ধরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে সাদা বলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাটলার।
ম্যাচপূর্ব সাংবাদিক বৈঠকে বাটলার বলেছেন, ‘আমি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা দল ও আমার জন্য সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত। আশা করছি নতুন অধিনায়ক বাজকে (প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে নিয়ে দলকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবেন।’
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রানের পাহাড় গড়েও হেরেছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় ইংলিশরা। পরপর দুই হারে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে বাটলারের নেতৃত্ব। পদত্যাগের ঘোষণা দিয়ে সমালোচনার প্রতিক্রিয়া দেখালেন তিনি।
৩৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার বাটলারের নেতৃত্বে আইসিসির আগের দুটি টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ইংলিশরা। এরপর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে উড়ে যায় তারা।
টানা তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার দায় বাটলার নিজের কাঁধেই নিয়েছেন। এ জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বাটলার বলেছেন, ‘দুইটি ম্যাচ হার। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া। আগের দুটি টুর্নামেন্টেও আমরা ব্যর্থ হয়েছি। আমি খুব হতাশ, ব্যথিত। আমি ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’
২০২২ সালের জুনে অধিনায়কত্ব ছাড়েন ইয়ন মরগান। পরে সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব পান বাটলার। তার নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এরপর থেকেই ব্যর্থতার গল্প। নতুন বছর তো খুব বাজে কাটছে তাদের। ১০ ম্যাচে তাদের জয় কেবল একটিতে। শেষ ২৫টি ওয়ানডের ১৮টিই হেরেছে ইংল্যান্ড।