গোল্ড কার্ড প্ল্যানে এবার ভারতীয়দের চাকরি দিতে পারবে মার্কিন সংস্থাগুলো, জানালেন ট্রাম্প

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৪ অপরাহ্ন

mzamin

আমেরিকায় নাগরিকত্ব লাভের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ প্রকল্প ঘোষণা করেছেন ডনাল্ড ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে ধনী ব্যক্তিরা আমেরিকার নাগরিকত্ব কিনতে পারবেন ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়া যেত। ‘গোল্ড কার্ড’কে এই ‘গ্রিন কার্ড’-এর ‘প্রিমিয়াম’ সংস্করণ বলা হচ্ছে। আমেরিকান কোম্পানিগুলো এখন নতুন প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ প্রকল্পের  আওতায় মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় স্নাতকদের নিয়োগ করতে পারবে। একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু ভারত নয়, যে কোনও দেশের মেধাবীরাই আমেরিকায় ‘গোল্ড কার্ড’ প্রকল্পের অধীনে এই সুবিধা পেতে পারবেন। এ ক্ষেত্রে আলাদা করে ভারত, জাপান এবং চীনের নাম করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘‘ভারত, চীন, জাপান বা অন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসেন। তারা হার্ভার্ডে যান বা অন্য নামী বিশ্ববিদ্যালয়ে পড়েন। তারা চাকরির প্রস্তাব পান এখান থেকে। কিন্তু সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ হয়ে যায়। কারণ, ওই সংস্থার কর্তৃপক্ষ জানেনই না আদৌ তারা আমেরিকায় থাকতে পারবেন কি না। প্রচলিত অভিবাসন নীতি এই সমস্যার জন্ম দিয়েছে। বহু মেধাবী ছাত্রছাত্রী আমেরিকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমেরিকায় পড়াশোনার পরেও তাদের দেশে ফিরে যেতে হচ্ছে। ইচ্ছা থাকলেও তারা আমেরিকায় কাজ করতে পারছেন না।

‘গোল্ড কার্ড’ প্রকল্পে এই মেধাবী ছাত্রছাত্রীরা লাভবান হবেন। আমেরিকান সংস্থাগুলো এই প্রকল্পের মাধ্যমে নির্দ্বিধায় তাদের নিয়োগ করতে পারবে। তবে কীভাবে এই গোল্ড কার্ড প্রকল্পে ভারতীয়দের নিয়োগ করা যাবে? ট্রাম্প জানিয়েছেন, সংস্থাগুলো এই গোল্ড কার্ড কিনতে পারবেন এবং এর মাধ্যমে ভিনদেশি পড়ুয়াদের নিজেদের সংস্থায় নিয়োগ করতে পারবেন। ট্রাম্পের কথায়, এতদিন ধরে মার্কিন অভিবাসন নীতির ‘সঠিক মনেটাইজেশন’ হয়নি। আমি চাই কর্মঠ মানুষজন  আমেরিকায় থাকুক। যদিও টাকার অঙ্ক দেখে অনেকের ধারণা, এটা শুধুমাত্র বড়লোক অভিবাসীদের জন্যই এনেছেন ট্রাম্প। আমেরিকার কোষাগারে অর্থের জোগান বাড়াতেই ‘গোল্ড কার্ড’-এর জন্য এই বিশাল অঙ্কের টাকা ধার্য করেছেন ট্রাম্প, অনুমান বিশেষজ্ঞদের।

সূত্র : হিন্দুস্থান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here