সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে ২৬৩ কোটি টাকার বেশি লেনদেন

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের সাতটি ব্যাংক হিসাবের মধ্যে তিনটিতে ২৬৩ কোটি ৫৮ লাখ ২২ হাজার ১০৮ টাকা লেনদেন হয়েছে। এছাড়া চারটি ব্যাংক হিসাবে ৫৪ কোটি ৪৯ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে।
সূচনা ফাউন্ডেশন ঢাকার ধানমন্ডিতে শেখ হাসিনার সুধা সদনের বাসার ঠিকানায় নিবন্ধিত। কিন্তু ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এনফোর্সমেন্ট দলের অনুসন্ধান ও এনবিআরের নথি পর্যালোচনা করে এমন তথ্য জানা গেছে।

এসব তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি এ অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা জাগো নিউজকে নিশ্চিত করেন।

গত ২৯ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনের অফিসে অভিযান চালায় দুদক। একইদিন প্রতিষ্ঠানটির কর মওকুফসহ বিভিন্ন অনিয়মের নথি সংগ্রহ করতে এনবিআরে যায় দুদক।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘চার সদস্যের একটি এনফোর্সমেন্ট দল সমাজসেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডি অফিসের ঠিকানায় অভিযান চালায়। প্রতিষ্ঠানটি ধানমন্ডি ৫ নম্বর সড়কের ৫৪ নম্বর হোল্ডিং বা সাবেক প্রধানমন্ত্রীর সুধা সদনের বাসার ঠিকানায় নিবন্ধিত। ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here