সাবেক এমপি মিয়াজী আটক

সাবেক এমপি মিয়াজী আটক
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজীকে আটক করেছে ডিবি। গতকাল মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে নিজের মালিকানাধীন বিনোদনকেন্দ্র শ্যামলছায়া পার্ক থেকে তাঁকে আটক করে ছাত্র-জনতা। পরে ডিবি তাঁকে হেফাজতে নেয়। গত রাত ১টা পর্যন্ত তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

গত রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে দাঁড়িয়ে আছে। ভেতরে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার সংগঠক পরিচয় দিয়ে নুরুজ্জামান নামের একজন জানান, এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ডামি এমপি মিয়াজী আছেন জানতে পেরে তাঁদের সংগঠনের কয়েকজন শ্যামলছায়া পার্কে আসেন। কিন্তু তাঁদের মারধর করেন পার্কের লোকজন।
খবর পেয়ে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ডামি এমপিকে আটক না করা পর্যন্ত তাঁরা অবস্থান ছাড়বেন না। পরে সাবেক এমপি মিয়াজীকে হেফাজতে নেয় ডিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here