রিজার্ভ কমে আবার আড়াই হাজার কোটি ডলারের নিচে

ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি দায়, তথা বিল পরিশোধের পর বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ৪১৯ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। গত সপ্তাহ শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৭২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি ব্যয় বাবদ আকুতে ১৫০ কোটি ডলার বিল পরিশোধ করা হয়েছে। এতেই কমে এসেছে রিজার্ভ। এর আগে জুলাই ও আগস্ট মাসের আমদানির বিল বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ২ হাজার কোটি ডলার। এখন তা কমে হয়েছে ১ হাজার ৮৪৬ কোটি ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, তথা আকু হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্ত–আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পর নিষ্পত্তি হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। এদিকে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা।

আকুর সদস্যদেশগুলোর মধ্যে ভারত পরিশোধ করা অর্থের তুলনায় অন্য দেশগুলো থেকে বেশি পরিমাণে ডলার আয় করে। বেশির ভাগ দেশকে আয়ের তুলনায় অতিরিক্ত ডলার খরচ করতে হয়। ব্যাংকগুলো আমদানির খরচ নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়, যাতে রিজার্ভ বাড়ে।

prothom alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here