গ্রেপ্তার সাংবাদিক সাঈদ খানের অবিলম্বে মুক্তি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বলেছেন, গ্রেপ্তার ও ভয় দেখিয়ে সাংবাদিকদের দমানো যাবে না, সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না৷
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের একাংশের বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন৷ সাঈদ খানের মুক্তির পাশাপাশি সব সাংবাদিক হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সাইবার নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিলের দাবিও জানান তাঁরা৷
ডিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি রফিক মোহাম্মদ সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। সভা পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম৷
সত্য সংবাদ পরিবেশনের কারণে সাঈদ খানকে গ্রেপ্তারের অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিকেরা কারও রক্তচক্ষুকে ভয় পান না৷ যতই বাধা আসুক না কেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা থেকে বিরত রাখা যাবে না৷
সমাবেশে খুরশীদ আলম বলেন, মিথ্যাচার করে সরকার টিকে থাকতে পারবে না। হত্যার বিচার একদিন হবেই৷
সরদার ফরিদ আহমদ বলেন, সাংবাদিকদের কাজ সত্য প্রকাশ করা। সাঈদ খান সেই কাজই করেছেন। সত্য প্রকাশ করা কি অপরাধ? সত্য কখনো গোপন থাকে না৷ সরকার যে ন্যারেটিভ তৈরি করছে, তা জনগণ বিশ্বাস করে না৷
prothom alo