ইংল্যান্ডের দ্য হানড্রেডে পুরুষদের প্রতিযোগিতার ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের ১৫ ক্রিকেটার। তবে গতকাল হওয়া ড্রাফটে বাংলাদেশের কেউ দল পাননি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিবের দল না পাওয়া আশ্চর্যজনক কিছু নয়। এখন পর্যন্ত হওয়া হানড্রেডের কোনো আসরেই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। শুধু সাকিব নন, বড় অনেক আন্তর্জাতিক তারকাই এবার হানড্রেডে দল পাননি।
দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।
বাবর-রিজওয়ানকে কিনতে কেউ আগ্রহ না দেখালেও গতকাল অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। দল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে নাসিমকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। ১ লাখ পাউন্ডে আফ্রিদিকে নিয়েছে ওয়েলশ ফায়ার। একই দামে ইমাদকে নিয়েছে ট্রেন্ট রকস।
তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড শ্রেণিতে ছিলেন সাকিব। ৬০ হাজার পাউন্ড শ্রেণিতে ছিলেন বাংলাদেশের দুজন। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও উকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাম লিখিয়েছিলেন ৫০ হাজার পাউন্ড শ্রেণিতে। এ ছাড়া বাকি ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিজেদের কোনো ভিত্তিমূল্য উল্লেখ ছিল না। এ শ্রেণিতে ছিলেন নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
ইংল্যান্ডের ওপেনার রয় গতবারের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলেছেন। পুরো টুর্নামেন্টে ফিফটি করতে পেরেছেন মাত্র একটি, শূন্য রানে আউট হয়েছেন তিনবার। তাই তাঁকে ছেড়ে দেয় ওভাল ইনভিন্সিবল। এরপর ড্রাফটেও দল পেলেন না তিনি। তাঁর ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড।
পারফরম্যান্স নয়, মার্ক উডকে না নেওয়ার পেছনে অন্য কারণ থাকতে পারে। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই ক্রিকেটার এখন পর্যন্ত হওয়া হানড্রেডের তিন মৌসুম থেকেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত সদস্য হওয়ায় টুর্নামেন্টের প্রথম কিছু ম্যাচ মিস করতেন তিনি।
গতকাল চড়া দামে কেনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটারদের। ড্রাফটে প্রথম ডাক ছিল নর্দান সুপারচার্জার্সের। সেই সুযোগে নর্দান সুপারচার্জার্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ দলে ডাকেন নিকোলাস পুরানকে। লন্ডন স্পিরিট দলে নিয়েছে আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ারকে। মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে দলে নিয়েছে সাউদার্ন ব্রেভ। রোভম্যান পাওয়েল খেলবেন ট্রেন্ট রকেটসে।
নারী-পুরুষ মিলিয়ে টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছিলেন ৮৯০ জন ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৭৫ জন, যাঁদের মধ্যে বিদেশি ২৬ জন। এবারের টুর্নামেন্ট শুরু ২৩ জুলাই।
Prothom alo