নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক সহায় দেওয়া হয়। ছবি: সমকাল
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনে সারাদেশে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে নির্যাতিত পরিবারকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।
সংগঠনের নেতাকর্মীরা জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের নির্যাতনে নিহত কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান সাকিবরের পরিবার, মহাসমাবেশে পুলিশের গুলিতে নিহত শামিম মোল্লা, ২৯ অক্টোবর হরতালে কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী রেফায়েত উল্লাহ্, ছয়সুতি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক বিল্লাহ হোসেনের পরিবারসহ আরও বেশ কয়েকটি পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।
২০১২ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে বিএনপির নিহত, গুম নেতাকর্মীদের তথ্য সংগ্রহ এবং ওইসব পরিবারকে দলের পক্ষ থেকে খোঁজখবর কার্যক্রম চলছে।
সমকাল