তাসকিনরা ফিরবেন বিপিএলে

তাসকিনরা ফিরবেন বিপিএলেবিপিএল দিয়ে ফিরছেন তারকা ক্রিকেটাররা

বিপিএলের সব প্রক্রিয়া এবার আগে ভাগেই সম্পন্ন হয়ে গেছে। দেশি-বিদেশি ক্রিকেটার দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই ভালো মানের দল গড়েছে। নির্বাচনের বছর হলেও ক্রিকেটার দলে ভেড়ানোর দিক থেকে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির কার্পণ্য ছিল না। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তো নিজেদের পরিকল্পনাও ঠিক করে রেখেছে। বিসিবি টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় তারা। 

অনুরূপ অপেক্ষা ক্রিকেটারদেরও। নির্ধারিত সময় ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন হলে ১৩ জানুয়ারি থেকেই বিপিএল শুরুর পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও সেভাবেই নিজেদের প্রস্তুত করছেন। চোটাক্রান্ত ক্রিকেটাররা পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন লম্বা সময় ধরে। তারা পুরো ফিট হয়ে বছরটা শুরু করতে চান বিপিএল দিয়ে।

জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদের কাঁধের পুরোনো চোট গুরুতর। ডান কাঁধের টেন্ডনের বেশির ভাগই ছেঁড়া। এ রকম পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ঝুঁকি বাড়ায়। তাসকিনকে সেই ঝুঁকির মুখে ঠেলে দেবে না জাতীয় দলের ম্যানেজমেন্ট। ২৮ বছর বয়সী এ পেসারকে চোট পরিচর্যার জন্য নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তদের সফরসঙ্গী হচ্ছেন না টাইগার এ ফাস্ট বোলার। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বিপিএল দিয়ে। বিপিএল নবম আসরের নবাগত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডমিনেটসের খেলোয়াড় তিনি।

বিশ্বকাপ থেকে কাঁধের চোট বয়ে আনা মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও চোট পরিচর্যায় থাকছেন। তাসকিনের মতো রিয়াদের কাঁধের চোটও পুরোনো। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও এ বছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছেন না। তিনিও বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। রংপুর রাইডার্সের আইকন সাকিব রাজনীতির মাঠেও আছেন। ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। আজই জানা যাবে কোন আসনে প্রার্থী করা হবে তাঁকে।

ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার তামিম ইকবাল শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিসিবির বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। এ বছর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তিনি। বাকি তিনজনের মতো তিনিও বিপিএল দিয়ে খেলায় ফিরবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে টানা খেলা থাকলেও জাতীয় দলের ক্রিকেটারদের বেশির ভাগের মন পড়ে থাকবে বিপিএলে। প্রত্যেকের চেষ্টা থাকবে কিউইদের বিপক্ষে টি২০ ক্রিকেটে ভালো খেলে ফোকাস কেড়ে নেওয়া। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের মনোযোগও বিপিএলে। জাতীয় লিগ শেষ হওয়ায় আপাতত কোনো খেলা নেই। লম্বা একটা বিশ্রাম পাচ্ছেন তারা। বিপিএল খেলতে পারবেন সতেজ থেকে।

জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা বিরতি পেলেও দুশ্চিন্তা জাতীয় দলের খেলোয়াড়দের। ফেব্রুয়ারি মাস থেকেই টানা খেলার ভেতরে রয়েছেন তারা। বিশ্বকাপ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে হচ্ছে মুশফিকুর রহিমদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ শেষ করে যেতে হবে নিউজিল্যান্ড। মুশফিক তবু ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে পারবেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের সে সুযোগ নেই। জানুয়ারির আগে দেশে ফেরা হবে না জাতীয় টি২০ দলের কোনো ক্রিকেটারেরই।

সমকাল