দীর্ঘমেয়াদী পুনর্বাসনে তাসকিন, ফের ইংল্যান্ডে এবাদত

দীর্ঘমেয়াদী পুনর্বাসনে তাসকিন, ফের ইংল্যান্ডে এবাদতছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই চোট নিয়ে খেলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভারত বিশ্বকাপেও চোটের কারণে বাংলাদেশকে শতভাগ পারফরম্যান্স দিতে পারেননি তিনি। নিউজিল্যান্ড সিরিজের দলেও তাসকিনকে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। টাইগার এই পেসারকে নিয়ে বিসিবির ভাবনা, দীর্ঘমেয়াদী পুনর্বাসন।

তাসকিন প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি আজ গণমাধ্যমে বলেন, ‘তাসকিনের বোলিংয়ের গতিতে মাঝে মাঝে কিছু সমস্যা হচ্ছে। আমরা চাইছি দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন সে পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরে আসতে পারে। আপাতত আমরা ৪ সপ্তাহের জন্য অফ করেছি তার বোলিং। আমাদের লক্ষ্য যেন সে সুস্থ হয়ে ফিরে আসে। ওর ক্যারিয়ার এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিশ্বকাপে পাওয়া সাকিবের চোটেরও দুই সপ্তাহ হয়ে গেছে। আরও এক সপ্তাহ পর তার ইনজুরির বিষয়ে আপডেট জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন সাকিবের ব্যথা কমে এসেছে। তিনি বলেন, ‘সাকিবের চোটের ২ সপ্তাহের বেশি হতে চললো। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা আঘাতের ৩ সপ্তাহের সময় একটি চেক এক্স-রে করবো। এরপর আমরা আপনাদের অবহিত করতে পারব। এখন সাকিবের ব্যথা কমে এসেছে। তবে এমন ক্ষেত্রে ৩ সপ্তাহ পর চেক করতে হয়। রিভিউ করতে হয়। সেটাই আমরা করবো। এক্স-রে করে, রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবো।’

এদিকে পায়ের অপরারেশন শেষে দেশে ফেরা এবাদত হোসেনকে আবারও ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘এবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুয়েকদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’

সমকাল