আগামী ২ বছরে দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৮ জুলাই ২০২৩, ২১:১৫
আগামী ২ বছরে দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। – ছবি : সংগৃহীত

আগামী দুই মৌসুমের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের পরিকল্পিত সূচিতে বেশ কিছু পরিবর্তনও এনেছে তারা। প্রকাশিত নতুন সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরে দুই দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

নতুন সূচিতে দেখা যায়, ২০২৪ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। পরের বছর ২০২৫ সালের মে মাসে কোনো টেস্ট না খেললেও তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই সূচি শুরু করবে পাকিস্তান। এরপর এপ্রিলে ফিরতি সফরে নিউজিল্যান্ড যাবে তারা। সেখানেও তারা পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

এরপর নেদারল্যান্ডস সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি, আয়ারল্যান্ডে দু’টি টি-টোয়েন্টি ও ইংল্যান্ডে চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আগস্টে বাংলাদেশকে আতিথ্য দিবে পাকিস্তান। অক্টোবরে টেস্ট খেলতে ডেকে নিবে ইংল্যান্ডকে। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাবর আজমের দলের।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আর ডিসেম্বরে পাকিস্তান যাবে সাউথ আফ্রিকায়। সেখানে তাদের দুটি টেস্টের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

বিপরীতে ২০২৫ সালের জানুয়ারিতে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বছর শুরু করবে পাকিস্তান। ফ্রেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের ঘরের মাঠেই আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এপ্রিলে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিনটি ওয়ানডের সাথে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আর মে মাসে আবারো বাংলাদেশকে আতিথ্য দিবে তারা।