28 Jun 2023 Abhijit Chowdhury
Calcutta & Jadavpur University in QS WUR: বিশ্ব সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয় – কলকাতা ও যাদবপুর। ভারতের মোট ৪৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে কিউএস-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়। এর মধ্যে রয়েছে খড়গপুর আইআইটি-ও। একনজরে দেখে নিন শিক্ষা প্রতিষ্ঠানগুলির রেটিং।
1/5 এবছর ভারের মোট ৪৫টি বিশ্ববিদ্যলয় স্থান পেয়েছে বিশ্ব সেরার তালিকায়। এর মধ্যে ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্থান পিছলেছে কিউএস বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়। এদিকে ১৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান অপরিবর্ততি থেকেছে। তাছাড়া ১৫টি প্রতিষ্ঠান ক্রমতালিকায় উঠে এসেছে। এদিকে এই সেরা ৪৫-এর মধ্যেই রয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাছাড়া এবার ভারতের থেকে নতুন চারটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে সেরার তালিকায়।
2/5 রিপোর্ট অনুযায়ী, কিউএস-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০-টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ১১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে বাংলায় অবস্থিত আইআইটি খড়গপুরও। তালিকা অনুযায়ী, বিশ্বের ২৭১ এবং ভারতের প্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। এছাড়া প্রথম ৫০০-তে রয়েছে কানপুর, গুয়াহাটি, রুরকি, ইন্দোরের আইআইটি। তাছাড়া আছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়। ৫০০-র বাইরে হলেও তালিকায় রয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।
3/5 বিশ্বের ক্রমতালিকায় ৮০১ থেকে ৮৫০-র মধ্যে স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিউএস-র মূল্যায়ন অনুযায়ী, শিক্ষাগত নামডাকের দিক দিয়ে কলকাতা পেয়েছে ১৫.৭। কর্মীদের সুনামের নিরিখে কলকাতার ঝুলিতে গিয়েছে ৪.৩। পড়ুয়া প্রতি শিক্ষকের অনুপাতে কলকাতা পেয়েছে ৫.৬। ফ্যাকাল্টি পিছু সাইটেশনের ক্ষেত্রে কলকাতার স্কোর ২০.৩। আন্তর্জাতিক ফ্যাকাল্টি অনুপাতের নিরিখে কলকাতার স্কোর ২৫.৯। এদিকে আন্তর্জাতিক পড়ুয়ার অনুপাতের ক্ষেত্রে কলকাতা পেয়েছে মাত্র ১.১। আন্তর্জাতিক রিসার্চ নেটওয়ার্ক খাতে কলকাতা পেয়েছে ৩.২। স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কলকাতা পেয়েছে