বিএনপিপন্থী ২৫ আইনজীবীর আগাম জামিন, আইনি সহায়তা দিলেন ব্যারিস্টার আমীর

 


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা-ভাঙচুর ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ মে) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তাদের জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

গত ১৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের পাশাপাশি এক নারী আইনজীবীকে হেনস্থা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।

/এমএন