ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১১ সেবা দেবে ছাত্রলীগ
চারুকলা ইউনিট দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার।
ফাইল ছবি
bangla.bdnews24.com
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১১ ধরনের সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার চারুকলা ইউনিটের মাধ্যমে শুরু হবে এ পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকায় হলেও অন্য তিন ইউনিটের পরীক্ষা হবে ঢাবিসহ সব বিভাগীয় শহরে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষাকালীন শিক্ষার্থীদের সেবা দিতে এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার বেলা ১১টায় চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে; যাতে প্রতি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তীচ্ছু আবেদন করেছেন।
>> বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ স্থাপন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা।
>> ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা।
>> ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান।
>> প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।
>> ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে ‘অভিভাবক ছাউনি’র ব্যবস্থা করা।
>> শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা।
>> শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগের মাধ্যমে পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করা।