- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মার্চ ২০২৩, ১২:৩০, আপডেট: ২৮ মার্চ ২০২৩, ১২:৩৪
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে মাঠে কভার দেয়া ছিল এবং আউটফিল্ডে ইতোমধ্যে পানির বড় বড় পুল তৈরি হয়েছে। বিকেল ৪টা ২৫ মিনিটে মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
শনিবার ইডেন পার্কে প্রথম ম্যাচে ১৯৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচটি শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত হবে।
সূত্র : ইউএনবি