যুদ্ধাপরাধের অভিযোগে ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ আদালতের

logo

মানবজমিন ডিজিটাল

(১০ ঘন্টা আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

ইউক্রেন থেকে শিশুদের অপহরণের সাথে জড়িত থাকার কারণে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে  রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ আদালত । গত এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রথম থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে আমেরিকা এবং তাদের ন্যাটো সঙ্গীরা। তবে, মস্কোর পক্ষ থেকে ক্রমাগত এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ  আদালত একটি বিবৃতিতে বলেছে যে – ”অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে নির্বাসন এবং ইউক্রেনের বাসিন্দাদের বেআইনিভাবে রাশিয়ান ফেডারেশনে পাঠিয়ে দেওয়ার সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।”একই ধরনের অভিযোগে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের অফিসে শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভাকে গ্রেপ্তারের জন্য শুক্রবার পরোয়ানা জারি করা হয়েছে ।আইসিসি বলেছে যে তারা প্রাথমিক তদন্তে দেখেছে   ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশন জনসংখ্যাকে বিশেষ করে শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করার দায়ে অভিযুক্ত , যা  যুদ্ধাপরাধের সমান । গত বছর ধরে, প্রসিকিউশন সেইসাথে ইউক্রেনীয় প্রসিকিউটর অফিস অনেক দেশ এবং ব্যক্তিগত উত্স থেকে প্রমাণ সংগ্রহ করছে৷ সিবিএস নিউজের পামেলা ফক এই সপ্তাহের শুরুতে রিপোর্ট করেছেন যে আইসিসির প্রসিকিউটর করিম খান ইউক্রেনীয় শিশুদের অপহরণ এবং বেসামরিক অবকাঠামোকে টার্গেট করার অভিযোগে জড়িত ব্যক্তিদের নামে  গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।চলতি মাসের শুরুতে খান চতুর্থবারের মতো ইউক্রেন সফর করেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ” ইউক্রেন নিয়ে  ন্যায়বিচারের গতি ত্বরান্বিত হচ্ছে।”সিবিএস নিউজের ডেভিড মার্টিনের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে যুদ্ধপরাধের  অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্টকে আন্তর্জাতিক পলাতক করে তুলবে। যদিও ১৯৯০-এর দশকে বসনিয়ায় সংঘটিত যুদ্ধাপরাধের প্রধান প্রসিকিউটর বিচারপতি রিচার্ড গোল্ডস্টোন বলেছেন, “কোনও রাষ্ট্রপ্রধানের পক্ষে যখন তিনি ইউরোপের কোনো দেশে বা উত্তর আমেরিকার কোনো দেশে পা রাখবেন তখনি  তাকে গ্রেপ্তার করা সহজ কথা নয় ।”রাষ্ট্রদূত বেথ ভ্যান শ্যাক  মার্টিনকে বলেছেন: “পুতিনকে  অনিবার্যভাবে এখন রাশিয়ায় আটকা থাকতে হবে । তিনি কখনই আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে পারবেন না, তাহলে তিনি ঝুঁকির মুখে পড়তে পারেন। তাকে গ্রেফতার করে  আদালতে হাজির করা হবে।

“যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অন্য যেকোনো রাশিয়ানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।  ভ্যান শ্যাকের মতে  ” অপরাধীরা তাদের নিজ রাজ্যে বেশিদিন  থাকে না। তারা ইউরোপে কেনাকাটা করতে বা কোথাও ছুটিতে যেতে চায়, এবং তখনি তাদের গ্রেফতার করা হয়। ”সিবিএস নিউজ আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত  নির্যাতন ও যুদ্ধাপরাধের তদন্ত করেছে। আগস্টে, সিবিএস নিউজের প্রতিবেদক ক্রিস লাইভস ইউক্রেনীয় শিশুদের সাথে কথা বলেছিলেন যাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ান ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর উদ্ধার করে ইউক্রেনে ফিরিয়ে আনা হয়।ইয়েলের স্কুল অফ পাবলিক হেলথের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের ফেব্রুয়ারির একটি রিপোর্ট, যা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দ্বারা স্পনসর করা হয়েছিল, এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইউক্রেন থেকে শিশুদের স্থানান্তরের সাথে রাশিয়ার সরকার জড়িত ৷ল্যাবের পরিচালক নাথানিয়েল রেমন্ড ১৪ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলনে  বলেছিলেন- ”আমরা  দেখেছি যে রাশিয়ান রাশিয়ান ফেডারেশন ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে  ধরে রেখেছে। এই নেটওয়ার্কটি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত। শিবিরগুলির প্রাথমিক উদ্দেশ্য ইউক্রেনীয় শিশুদের রাশিয়ান আদর্শে উপনীত করা। এমনকি কোনো কোনো শিশুদের তাদের মা বাবার থেকে কেড়ে নিয়ে গিয়ে রাশিয়ায় কিছু পরিবারের হাতে তুলে দেয়া হয় দত্তক হিসেবে। ” 

সূত্র : সিবিএস নিউস

লেখক : পামেলা ফক, ডেভিড মার্টিন এবং ক্যামিলা শিক, তদন্তে অংশগ্রহণকারী