- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ অক্টোবর ২০২২, ১৪:০৫, আপডেট: ১৯ অক্টোবর ২০২২, ১৪:১০
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার (১৯ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
অ্যালান বোর্ডার ফিল্ডে প্রস্তুতি ম্যাচটি ছিল বাজে সময়ের মাঝে দিয়ে যাওয়া বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ। অনেকে ম্যাচটিকে টানা ব্যর্থতায় হাবুডুবু খাওয়া দলটিরর উঠে দাঁড়ানোর শেষ সুযোগও বলছেন। সেরা কম্বিনেশন খুঁজে পেতে, একাদশ গুছিয়ে আনতে এই ম্যাচটি ছিল নিঃসন্দেহে বিকল্পহীন।
ম্যাচ পরিত্যক্তের ফলে তবে ভাগ্যের কাছে হেরে আফগানদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের স্মৃতি নিয়েই বিশ্বকাপের মূল মিশন শুরু করতে হচ্ছে টাইগারদের।