- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুলাই ২০২২, ২২:৫৫
টি-টোয়েন্টিতে ১ হাজার রানের ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে বাংলাদেশের ব্যাটার লিটন দাস। আর মাত্র ২০ রান করলেই দেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মালিক হবেন লিটন।
আগামীকাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ওই সিরিজে ২০ রান করলেই ১ হাজার রান পূর্ণ হবে লিটনের। ৫১ ম্যাচের ৫০ ইনিংসে এখন ৯৮০ রান লিটনের।
লিটনের আগে এই তালিকায় বাংলাদেশের পক্ষে নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে ১ হাজার রান পূর্ণ করা ব্যাটাররা :
ব্যাটার ম্যাচ রান
মাহমুদুল্লাহ রিয়াদ : ১১৮ ২০৪৩
সাকিব আল হাসান : ৯৯ ২০১০
তামিম ইকবাল : ৭৪ ১৭০১
মুশফিকুর রহিম : ১০০ ১৪৯৫
সৌম্য সরকার : ৬৬ ১১৩৬
সূত্র : বাসস