বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা এখন বাকি সবার ধরাছোঁয়ার বাইরে। আর জাঁকজমক ও আগ্রহে ভারতের প্রিমিয়ার লিগ (আইপিএল) সবার শীর্ষে।
আইপিএলের অনুকরণ বা অনুসরণ করে বিভিন্ন দেশ নিজ নিজ টি-টোয়েন্টি লিগ চালু করেছে। বাংলাদেশের যেমন আছে বিপিএল। যাকে একবার বিশ্বের ‘দ্বিতীয় সেরা’ ফ্র্যাঞ্চাইজি লিগ বলে দাবি করেছিলেন বিসিবির এক কর্মকর্তা।
কারিগরি দিক, প্রচারদক্ষতা, সম্প্রচারের মান, আয়োজন ও প্রতিদ্বন্দ্বিতার বাস্তবে তা না হলেও বিপিএলে কিন্তু বড় বড় সব ক্রিকেটারকে দেখা গেছে। ক্রিস গেইল থেকে ডেভিড ওয়ার্নার, জেসন রয় থেকে স্টিভেন স্মিথরা খেলে গেছেন, কেউ কেউ খেলছেন।
এবার যেমন ফাফ ডু প্লেসি, ডোয়াইন ব্রাভো এবং সুনীল নারাইনরা খেলছেন। তাঁদের কজনকে দেখা যাবে আইপিএলের আগামী মৌসুমে?
টাকাপয়সা ও জনপ্রিয়তা বিচারে আইপিএল নিঃসন্দেহে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। খুব স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে কারা সুযোগ পেলেন, কারা পেলেন না, তা নিয়ে আগ্রহ থাকে সবারই।
যেমন সাকিব আল হাসান—কোনো ফ্র্যাঞ্চাইজি না কেনায় দুই দিন ধরে তাঁকে নিয়ে আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেটে। মোস্তাফিজুর রহমান দল পেয়েও সাকিবের সমান আলোচনায় আসতে পারেননি। দেশের খেলোয়াড় হওয়ায় তাঁদের আইপিএল–ভাগ্য নিয়ে কমবেশি আলোচনা হওয়াই স্বাভাবিক।
তবে বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটাররাও খেলেন। তাই এভাবেও কিন্তু ভাবা যায়, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পেলেন কজন ক্রিকেটার?
বিপিএলে এবার দেশি–বিদেশি খেলোয়াড়দের নিয়েই হিসাবটা করা হয়েছে। শুধু নিলাম নয়, ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ধরে রাখা খেলোয়াড়েরাও এই হিসাবে অন্তর্ভুক্ত। বিপিএল থেকে এবার মোট ৯ জন ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে।
মোস্তাফিজুর রহমান
রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদে খেলার পর এবার দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছেন মোস্তাফিজ। নিলামের প্রথম দিনে তাঁকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই পেয়ে যায় দিল্লি।
অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দল আগ্রহ না দেখানোয় আইপিএল ক্যারিয়ারে চতুর্থ দল হিসেবে দিল্লিকে পেয়ে যান বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিপিএলে আজ প্রথম ম্যাচ শেষ হওয়া পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই পেসার যে সর্বোচ্চ উইকেটশিকারি। প্রতি ৯.৭ বল পর একটি করে উইকেট নেওয়া মোস্তাফিজের শিকার ৮ ম্যাচে ১৭ উইকেট।
২০১৬ সালে সানরাইজার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মোস্তাফিজ ৩৮ ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন। প্রথম মৌসুমে হায়দরাবাদকে শিরোপা জেতানোর পথে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেওয়া মোস্তাফিজ পরের দুই মৌসুমে সেভাবে আলো ছড়াতে না পারলেও গত মৌসুমে ১৪ ম্যাচে নেন ১৪ উইকেট।
ডোয়াইন ব্রাভো
বয়স ৩৮ বছর পেরিয়ে গেছে। কিন্তু মাঠে ডোয়াইন ব্রাভোর উদ্যম দেখে কখনো কি বয়সের ভার বোঝা যায়? নিজেকে এতটা ফিট রাখতে পারেন বলেই তো চেন্নাই সুপার কিংস তাঁকে ধরে রাখতে চায়। এবার যেমন ৪ কোটি ৪০ লাখ রুপিতে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে কিনে আবারও নিজেদের শিবিরে ফিরিয়েছে চেন্নাই।
এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা এই পেসারের পারফরম্যান্স দুর্দান্ত। ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মোস্তাফিজের পরই ব্রাভো। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দামের যুদ্ধ জিতে পুরোনো সেনানীকে ফিরে পেয়েছে চেন্নাই সুপার কিংস।
সুনীল নারাইন
বিপিএলে শুরু থেকে সুনীল নারাইনকে পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলার আগপর্যন্ত ৫ ম্যাচে ১ উইকেট নেওয়া নারাইনের পারফরম্যান্স খুব একটা ভালোও নয়।
কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিলামের অনিশ্চয়তায় রাখেনি। ৬ কোটি রুপিতে নারাইনকে ধরে রেখেছে কলকাতা। ২০১২ থেকে কলকাতায় খেলা নারাইন ফ্র্যাঞ্চাইজির খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যাটিংয়ে মাঝেমধ্যে ওপেন করে দ্রুত রান তোলার পাশাপাশি বোলিংয়ে বেশ আগে থেকেই পরীক্ষিত উইকেটশিকারি।
আন্দ্রে রাসেল
টি–টোয়েন্টিতে এই মুহূর্তে সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন। পেস অলরাউন্ডারদের কদর এমনিতেই একটু বেশি, রাসেলের ক্ষেত্রে তা আরও বেড়েছে ব্যাটিংয়ে তাঁর ভয়ংকর স্ট্রাইক রেটের কারণে। আইপিএলের মতো বিপিএলেও পরিচিত মুখ রাসেল এবার খেলতে এসেছিলেন মিনিস্টার ঢাকার হয়ে।
যুক্তরাস্ট্রে কলকাতা আইপিএলের প্রস্তুতি ক্যাম্প শুরু করায় ঢাকার সঙ্গে আর থাকতে পারেননি। তাঁকে নিলামের আগেই ১২ কোটি রুপিতে ধরে রাখা নিশ্চিত করে কলকাতা। তার আগে ঢাকার হয়ে ৬ ম্যাচে ৮ উইকেট নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ব্যাটিংয়ে অবশ্য তেমন ভালো করতে পারেননি। বরিশালের বিপক্ষে ১৫ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসটাই শুধু তাঁর পরিচয়ের সঙ্গে যায়।
ফাফ ডু প্লেসি
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শতক তুলে নেওয়া ফাফ ডু প্লেসিকে এবার আর চেন্নাই সুপার কিংসে দেখা যাবে না। গত বছর চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রোটিয়া ব্যাটসম্যানকে ৭ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
যদিও চেন্নাই তাঁকে ফেরাতে নিলাম–যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স তাঁকে নিয়ে কাড়াকাড়ি করায় ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে ডু প্লেসির দাম ৭ কোটিতে উঠে যায় এবং শেষ পর্যন্ত বেঙ্গালুরু হয় তাঁর নতুন ঠিকানা।
মঈন আলী
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার ব্যাটে–বলে ভালো খেলছেন মঈন আলী। ৪৬ ও ৭৫ রানের দুটি ইনিংস ছাড়াও বোলিংয়েও উইকেট পাচ্ছেন। এবার আইপিএল নিলাম নিয়ে ইংলিশ অলরাউন্ডারকে মাথা ঘামাতে হয়নি।
কারণ, নিলামের আগেই তাঁকে ৮ কোটি রুপিতে ধরে রাখা নিশ্চিত করে চেন্নাই। গত আইপিএলে চেন্নাইয়ের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মঈন। ১৫ ইনিংসে ১৩৭.৩০ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৫৭ রান।
আলজারি জোসেফ
ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলতে এসেছিলেন আলজারি জোসেফ। পেস ও লাইন–লেংথ দিয়ে শুরুতে দুই ম্যাচ ভালো করলেও তাঁকে ধরে রাখতে পারেনি বরিশাল। ওয়েস্ট ইন্ডিজ–ভারত সিরিজে নিজেকে ব্যস্ত রেখেছেন এ পেসার। তাঁকে ২ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে আইপিএলে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দল গুজরাট টাইটানস।
২০১৯ আইপিএলে অ্যাডাম মিলনের বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছিলেন জোসেফ। আইপিএলে এক ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড তাঁর দখলে। সানরাইজার্সের বিপক্ষে ৩.৪ ওভারে ১২ রানে ৬ উইকেট নেন অ্যান্টিগার এ পেসার।
ফজলে হক ফারুকি
মিনিস্টার ঢাকায় খেলছেন আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলে হক ফারুকি। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাঁকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছে ফারুকির। এ বছর জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে এবং গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হয় তাঁর।
বেনি হাওয়েল
বিপিএলে এর আগে খুলনা টাইটানসে খেলেছেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এক ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। হাওয়েলকে ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যে কিনেছে পাঞ্জাব কিংস।