চ্যাম্পিয়নস লিগে আজ একদিক থেকে বেশ ম্যাড়মেড়ে দিন। চার গ্রুপের আজ শেষ রাউন্ডের ম্যাচ। কিন্তু এর মধ্যেই সাতটি দল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। এমনকি দুটি দলের ইউরোপা লিগে যাওয়াও নিশ্চিত। শুধু একটি গ্রুপেই এখনো দ্বিতীয় ও তৃতীয় কে হবে—এ নিয়ে হিসাব কষা বাকি। গ্রুপ ‘এ’–তেও তৃতীয় হওয়ার লড়াইয়ে নামবে দুই দল।
তাই বলে যে একদম হিসাব–নিকাশ ছাড়াই সবাই মাঠে নামবে, এমন নয়। ছোটখাটো সব হিসাব–নিকাশ আজও আছে। চলুন দেখে নেওয়া যাক, আজ কোন দল কী চিন্তা নিয়ে মাঠে নামবে।
গ্রুপ ‘এ’
ম্যানচেস্টার সিটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং পিএসজির গ্রুপ রানার্সআপ হওয়া গত পর্বেই নিশ্চিত হয়ে গেছে। তাই আজ এ দুই দল চাইলেই নিজেদের স্কোয়াডের শক্তি পরীক্ষা করে নিতে পারে। ওদিকে ইউরোপা লিগের জন্য জায়গা করে নেওয়ার অপেক্ষায় থাকা ক্লাব ব্রুগা ও লাইপজিগ সে আশাতেই থাকবে। কারণ, সমান ৪ পয়েন্ট নিয়ে মাঠে নামা ব্রুগা ও লাইপজিগের যে ইউরোপা যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে হবে। আর দুই দলই যদি একই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে থাকা লাইপজিগ চলে যাবে ইউরোপায়।
গ্রুপের অবস্থা
ম্যানচেস্টার সিটি: ১২ পয়েন্ট
পিএসজি: ৮ পয়েন্ট
লাইপজিগ: ৪ পয়েন্ট
ক্লাব ব্রুগা: ৪ পয়েন্ট
গ্রুপ ‘বি’
এই গ্রুপই সব আকর্ষণ নিয়ে বসে আছে। শুধু লিভারপুল প্রথম পাঁচ ম্যাচ জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে। ওদিকে পোর্তো (৫ পয়েন্ট), এসি মিলান (৪) ও আতলেতিকো মাদ্রিদ (৪)—সবার ভাগ্য দুলছে। আজ কাজটা কঠিন মিলানের জন্য, গ্রুপে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারাতে হবে তাদের। এ ছাড়া অন্য কোনো ফলই তাদের চ্যাম্পিয়নস লিগে টিকিয়ে রাখতে পারবে না। ওদিকে আশা করতে হবে অন্য ম্যাচে আতলেতিকোর কাছে পোর্তোর পয়েন্ট হারানোরও। আতলেতিকোর সমান পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ের হিসাবে এগিয়ে মিলান। তাই আজ নিজেদের জয়ের সঙ্গে পোর্তোর হার কামনা করতে হবে তাদের।
ওদিকে আতলেতিকোকে পোর্তোর মাঠে জয়ের সঙ্গে মিলানের পয়েন্ট খোয়ানোর আশা করতে হবে। এদিক থেকে পোর্তো সুবিধাজনক অবস্থায় আছে। নিজেদের মাঠে শুধু জিতলেই অন্যদের নিয়ে ভাবতে হবে না।
গ্রুপের অবস্থা
লিভারপুল (১৫)
পোর্তো (৫)
মিলান (৪)
আতলেতিকো (৪)
গ্রুপ ‘সি’
এই গ্রুপে কোনো সমীকরণ আর বাকি নেই। চার দলেরই আজ শুধু ম্যাচ অনুশীলনের পালা। আয়াক্সের গ্রুপ চ্যাম্পিয়ন এবং লিসবনের গ্রুপ রানার্সআপ হওয়া নিশ্চিত। ডর্টমুন্ড তৃতীয় হয়ে যাচ্ছে ইউরোপা লিগে, বাদ পড়ে গেছে বেসিকতাস। এই গ্রুপের দুটি ম্যাচই আজ শুধু নিয়ম রক্ষার।
গ্রুপের অবস্থা
আয়াক্স (১৫)
স্পোর্তিং লিসবন (৯)
বরুসিয়া ডর্টমুন্ড (৬)
বেসিকতাস (০)
গ্রুপ ‘ডি’
এই গ্রুপে গ্রুপ সেরা কে হবে, এ নিয়েই আলোচনা। রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান পরের রাউন্ডে যাচ্ছে, এটা নিশ্চিত হয়েই আছে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থায় থাকবে। আজ শুধু ইন্টার মিলানের বিপক্ষে ড্র হলেই চলবে তাদের। গ্রুপের বাকি ম্যাচটা নিয়ম রক্ষার। শেরিফ তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাচ্ছে, বাদ পড়ে গেছে শাখতার।
গ্রুপের অবস্থা
রিয়াল মাদ্রিদ (১২)
ইন্টার মিলান (১০)
শেরিফ (৬)
শাখতার (১)