- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২১
ভারত কি বাংলাদেশকে সত্যিই টিকা দিবে? দিলে সেটা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাবে? এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে রোববার ভারতের কিছু গণমাধ্যমে টিকা রফতানির উপর নিষেধাজ্ঞার খবরে। বিষয়টি নিয়ে সোমবার বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে যথাসময়ে করোনাভাইরাসের টিকা আসবে। তিনি বলেন, ‘সমস্যাটা নতুন। আজকেই শুনলাম। এর মধ্যেই যতটুকু কথা হয়েছে, তাতে আশা করছি সমস্যার সমাধান হবে।’
তবে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম বলছে, নিষেধাজ্ঞা না থাকলেও টিকা রফতানির অনুমতি পেতেই কয়েকমাস সময় লাগবে তাদের।
তবে কোম্পানিটি এখন অন্য দেশে টিকা রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েকমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
তবে রফতানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি টিকা দেয়ার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা রফতানি করতে পারবে না, যেহেতু তাদের রপ্তানির অনুমতি নেই।