করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই এবং ইতালিতে প্রথমবার এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
যুক্তরাষ্ট্র : নিউইয়র্কে মারা যাওয়া দুই বাংলাদেশিই কুইন্সের বাসিন্দা। এস্টোরিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব একজন বৃহস্পতিবার রাতে মারা যান। হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর কুইন্সের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অন্যজন কুইন্সের উডসাইডের বাসিন্দা ও পেশায় ক্যাবচালক। তার বয়স ৫০। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২১ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ইতালি : ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম বাংলাদেশির নাম গোলাম মাওলা (৫৫)। উত্তরঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় মারা যান। তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর শুক্রবার না ফেরার দেশে চলে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
Source: Jugantar