ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল

ঢাকায় ফিলিস্তিন ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে ম্যাচ খেলতে শনিবার সকালে ঢাকায় পা রেখেছে ফিলিস্তিন ফুটবল দল। এর আগে শুক্রবার রাতে দেশে ফিরে বাংলাদেশ দল। গত ২১ মার্চ প্রথম লেগে জামালদের ৫-০ গোলে হারায় ফিলিস্তিন।

যদিও বাংলাদেশ আসতে ভিসা বিড়ম্বনায় পড়েছিল ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ভিসা নিশ্চিত হয় তাদের। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন।

২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে অপরাজিত হয়নি।

samakal