সীমান্তে হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াত

সীমান্তে হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াতফাইল ছবি

 বিএসএফের গুলিতে বিজিবির সিপাহি এবং বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জাতিসংঘের অধীনে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তারা।

মঙ্গলবার বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।বিবৃতিতে বলা হয়, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড চালায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড বাড়ছে।

২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে বিএসএফের হাতে ২৪৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি হত্যারও তদন্ত বা বিচার হয়নি। আওয়ামী লীগ সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যা চালাচ্ছে। দেশবাসী মনে করে, আওয়ামী লীগ ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে। তাই ভারতের অন্যায়ের প্রতিবাদ করার সৎসাহস তাদের নেই।

সমকাল