Site icon The Bangladesh Chronicle

সীমান্তে হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াত

সীমান্তে হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জামায়াতফাইল ছবি

 বিএসএফের গুলিতে বিজিবির সিপাহি এবং বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জাতিসংঘের অধীনে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তারা।

মঙ্গলবার বিবৃতিতে এ দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।বিবৃতিতে বলা হয়, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড চালায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড বাড়ছে।

২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে বিএসএফের হাতে ২৪৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি হত্যারও তদন্ত বা বিচার হয়নি। আওয়ামী লীগ সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যা চালাচ্ছে। দেশবাসী মনে করে, আওয়ামী লীগ ভারতের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে। তাই ভারতের অন্যায়ের প্রতিবাদ করার সৎসাহস তাদের নেই।

সমকাল

Exit mobile version