কম ভোটের নির্বাচনে নৌকার বিরাট জয়

কম ভোটের নির্বাচনে নৌকার বিরাট জয়শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে নারী ভোটারের ভিড়। রোববার রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে । ছবি: মামুনুর রশিদ

টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনে ক্ষমতাসীনদের বিজয় নিশ্চিত থাকায় গতকাল রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি কত হবে, তা ছিল মূল আকর্ষণ। নির্বাচন কমিশনের (ইসি) দাবি, ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনে।

ভোটের হার নিয়ে বিরোধীদের প্রশ্ন– বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট, অনিয়মের অভিযোগের মধ্যে নির্বাচন হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে। জাতীয় পার্টি (জাপা) জয়ী হয়েছে ১১টিতে। এ ছাড়া কল্যাণ পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জয়ী হয়েছেন।

ভোটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।

আওয়ামী লীগের কাছ থেকে আসন ছাড় পেলেও জাপার মতোই ভরাডুবি হয়েছে ১৪ দলের শরিকদের। ছাড়ের ৬ আসনের চারটিতে শরিক দলের নেতারা হেরেছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের কাছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীসহ জাতীয়ভাবে পরিচিত আরও অনেক নেতা হেরে গেছেন। ছাড়ের ২৬ আসনের ১৫টিতে হেরেছে জাপা।

ইসির হিসেবেই বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় প্রদত্ত ভোট ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ। শেষ ঘণ্টায় ১৩ শতাংশের বেশি ভোট পড়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন বর্জন সফল হয়েছে। সিংহভাগ কেন্দ্র ছিল ভোটারশূন্য। সরকার ভোটের হার ৪০ শতাংশ বলতে চাইলে বলুক। চাইলে ১০৫ শতাংশও বলতে পারে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হয়। রাজধানীতে দিনভর ভোটার উপস্থিতি ছিল খুবই কম। গ্রামীণ এলাকায়, যেখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে ভোটার বেশি ছিল। পার্বত্যাঞ্চলের ৯টিসহ আরও কয়েকটি কেন্দ্রে একজনও ভোট দেয়নি। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, সহিংসতা, গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। মুন্সীগঞ্জে নৌকার এক সমর্থককে কুপিয়ে খুন করে প্রতিপক্ষ। কুমিল্লার দেবিদ্বারে হাতাহাতিতে প্রাণ গেছে একজনের।
বিএনপিবিহীন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবারের নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার উৎসাহ দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত কিংস পার্টি নামে পরিচিতি পাওয়া দলগুলোরও ভরাডুবি হয়েছে। কোথাও জিততে পারেননি তৃণমূল বিএনপি ও বিএনএমের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির দলছুট ১০ নেতার মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এসএকে একরামুজ্জামান জয়ী হয়েছেন।

জয় পেয়েছেন বিএনপি জোট ছেড়ে নির্বাচনে অংশ নেওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্র দখল করে বিজিবি সিল মারছে– অভিযোগ তুলে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমপি জাফর আলম নির্বাচন বর্জন করেন। অনিয়মের অভিযোগে আরও ৩৫ প্রার্থী ভোট চলাকালে নির্বাচন বর্জন করেছেন।

অনিয়ম ঠেকাতে এবার প্রথমবারের মতো সকালে ব্যালট পাঠানো হয়েছে কেন্দ্রে। তারপরও ঢাকাসহ বিভিন্ন এলাকায় জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালটে জোর করে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের খবর পাওয়া গেছে। ভোট শুরুর আগেই ফলাফল শিটে প্রার্থীদের এজেন্টদের সই নেওয়া এবং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ মিলেছে।
১২০০ ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ইসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে ছাত্রলীগ পরিচয়ে প্রবেশ করে ৪০০ ব্যালটে সিল দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও ও ছবিতে বিভিন্ন কেন্দ্রে ব্যালটে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে।

থানার ওসিকে হুমকি দেওয়ায় চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ এমপি মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা গতকাল বাতিল করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-১২ আসনের জিরি ইউনিয়নের কৈয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০-১২ যুবক জোর করে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তা অধ্যাপক রূপন বড়ুয়াকে লাঞ্ছিত করে। তারা ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারে। অনিয়মের অভিযোগে ৯টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনের বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করে জাল ভোট দেওয়ায় মাহতাব হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জাল ভোট দেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়েছে আরও ১৯ জনকে। এ ছাড়া অনিয়মে যুক্ত থাকায় ৯ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এবার নতুন সংসদে বিরোধী দল কারা হবে– তা নিয়ে সব মহলে কৌতূহল ছিল। গতকাল ভোট শেষে ফলাফল ঘোষণার পরও বিরোধী দলের আসনে কোনো দল বসতে যাচ্ছে, তা স্পষ্ট হয়নি। জাতীয় সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, সংসদে বিরোধী দল হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন পাওয়ার কোনো বিধান নেই। সরকারবিরোধী সর্বোচ্চ সংখ্যক সদস্য রয়েছেন– এমন দলের নেতাকে স্পিকার বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিয়ে থাকেন। বিজয়ী স্বতন্ত্র সদস্যরা জোট গঠন করে এবার বিরোধী দল গঠন করতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

বিএনপিসহ নির্বাচন বর্জনকারী নিবন্ধিত ১৬টি রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও নির্বাচনের সার্বিক পরিবেশে সিইসি সন্তুষ্টি প্রকাশ করলেও ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানীর কয়েকটি কেন্দ্রে গণমাধ্যমকর্মী বা পর্যবেক্ষকদের উপস্থিতিতে হঠাৎ ভোটারের দীর্ঘ সারি দেখা যায়। পরক্ষণেই ভোটারের লম্বা সারি হারিয়ে যায়।

রাজধানীর সিটি কলেজে প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ২ শতাংশ। ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। এ কেন্দ্রে প্রথম ৩ ঘণ্টায় ৭০ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯১৪ জন।

রাজশাহী-২ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮২২ জন। সকাল ৮টা থেকে ভোট শুরুর ২ ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ে মাত্র ২০টি, যা মোট ভোটারের ১ দশমিক শূন্য ৯ শতাংশ। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্থানে ভোটার উপস্থিতি বৃদ্ধির খবর পাওয়া যায়।

ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৪২ হাজার ২৪টি কেন্দ্রের মধ্যে ১৪০ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। অনেক কেন্দ্রে নৌকা ছাড়া ভিন্ন দলগুলোর প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। সিইসি নিজেও জানিয়েছেন, ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি।

সরকারবিরোধী দলগুলোর বর্জনের কারণে এই নির্বাচনের মূল আকর্ষণ ছিল স্বতন্ত্র প্রার্থী। এর আগে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী ছিল ২০০১ সালের নির্বাচনে। ওই নির্বাচনে ৪৮৬ স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে ছয়জন জিতেছিলেন।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। সেবার ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। তখন এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এবার যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী না হন, সেদিকে সতর্ক ছিল আওয়ামী লীগ। সর্বোচ্চ ২৬৬টি আসনে প্রার্থী দিয়েছিল দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল জাপা। তবে দলটির অন্তত ২১ প্রার্থী ঘোষণা দিয়ে সরে গেছেন।
এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছিল হঠাৎ করে নিবন্ধন পেয়ে আলোচনায় আসা তৃণমূল বিএনপি। ১৩৫টি আসনে দলটির প্রার্থী ছিল। ১২২ আসনে প্রার্থী ছিল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)।

এদিকে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা এসব পর্যবেক্ষক ভোটের শান্তিপূর্ণ পরিবেশেরও প্রশংসা করেছেন। তবে এসব পর্যবেক্ষকদের অনেকেই নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করছেন না।

ঢাকা বিভাগ
ঢাকা বিভাগের ৭০টি আসনের মধ্যে ৭০টিরই বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ৫১টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্র ১৪টি আসনে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-১ বিজয়ী আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাক এমপি (১৭৪১২২), নিকটতম স্বতন্ত্র খন্দকার আনোয়ারুল হক (৪১৭৮); টাঙ্গাইল-২ বিজয়ী আওয়ামী লীগের তানভীর হাসান ছোট মনির এমপি (১৫১৭৩০), নিকটতম স্বতন্ত্র ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু (৩০৪৮৬); টাঙ্গাইল-৩ বিজয়ী স্বতন্ত্র আমানুর রহমান খান রানা (৮২৭৪৮), নিকটতম আওয়ামী লীগের ডা. কামরুল হাসান খান (৬৯০৩৫); টাঙ্গাইল-৪ বিজয়ী স্বতন্ত্র আবদুল লতিফ সিদ্দিকী (৭০৯৪০), নিকটতম আওয়ামী লীগের মোজহারুল ইসলাম তালুকদার (৫৪০৭৫); টাঙ্গাইল-৫ বিজয়ী স্বতন্ত্র ছানোয়ার হোসেন এমপি (৭২২৭৬), নিকটতম আওয়ামী লীগের মামুন-অর-রশিদ (৬৫৮৬৭); টাঙ্গাইল-৬ বিজয়ী আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু এমপি (১১২৬৮৪), নিকটতম স্বতন্ত্র তারেক শামস খান হিমু (৩১২৯২); টাঙ্গাইল-৭ বিজয়ী আওয়ামী লীগের খান আহমেদ শুভ এমপি (৮৮৩৯৩), নিকটতম স্বতন্ত্র মীর এনায়েত হোসেন মন্টু (৫৭২৩১); টাঙ্গাইল-৮ বিজয়ী আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় (৯৬৪০১), নিকটতম কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম (৬৭৫০১)।

কিশোরগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি (৭৭৩৪৮), নিকটতম স্বতন্ত্র মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম (৭৪০৬২); কিশোরগঞ্জ-২ বিজয়ী স্বতন্ত্র অ্যাডভোকেট সোহরাব উদ্দিন (৮৯৫৩৯), নিকটতম আওয়ামী লীগের আবদুল কাহার আকন্দ (৬৮৯৩২); কিশোরগঞ্জ-৩ বিজয়ী জাতীয় পার্টির অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু এমপি (৫৭৫২৯), নিকটতম স্বতন্ত্র নাসিমুল হক (৪২২৩৫); কিশোরগঞ্জ-৪ বিজয়ী আওয়ামী লীগের রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি (২০৮৭৩৮), নিকটতম জাতীয় পার্টির আবু ওয়াহাব (২৭৩৫); কিশোরগঞ্জ-৫ বিজয়ী আওয়ামী লীগের আফজাল হোসেন এমপি (৮৩৯৬০), নিকটতম স্বতন্ত্র সুব্রত কুমার পাল (৫৮৭৫৯); কিশোরগঞ্জ-৬ বিজয়ী আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন (১২৪৪০৫), নিকটতম ইসলামী ফ্রন্টের রুবেল হোসেন (২২৯৮)।

মানিকগঞ্জ-১ বিজয়ী স্বতন্ত্র সালাহউদ্দিন মাহমুদ জাহিদ (৮৬৯৪১), নিকটতম জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল (৩৮৯৪২); মানিকগঞ্জ-২ বিজয়ী স্বতন্ত্র জাহিদ আহমেদ টুলু (৮৮৩০৯), নিকটতম আওয়ামী লীগের মমতাজ বেগম এমপি (৮২১৩৮); মানিকগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের জাহিদ মালেক স্বপন এমপি (১২৬৭২০), নিকটতম গণফোরামের মফিজুল ইসলাম কামাল (৫৩৯১); মুন্সীগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ (৯৫৮৬০), নিকটতম স্বতন্ত্র গোলাম সারোয়ার কবির (৬১৫৪০); মুন্সীগঞ্জ-২ আওয়ামী লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি (১১৩৪৪৪), স্বতন্ত্র সোহানা তাহমিনা নির্বাচন বর্জন করেছেন; মুন্সীগঞ্জ-৩ বিজয়ী স্বতন্ত্র ফয়সাল আহমেদ বিপ্লব (৮৯৭০৫), নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি (৮২৮৩৩)।

ঢাকা-১ বিজয়ী আওয়ামী লীগের সালমান ফজলুর রহমান এমপি (১৫০০০৫), নিকটতম স্বতন্ত্র জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি (৩৪৯৩০); ঢাকা-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি (১৫৪৪৪৮), নিকটতম স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান (১০৬৩৫); ঢাকা-৩ বিজয়ী আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু এমপি (১৩২৭৩২), নিকটতম জাতীয় পার্টির মনির (২৮৬৮); ঢাকা-৪ বিজয়ী স্বতন্ত্র ড. আওলাদ হোসেন (২৪৭৭৫), নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট সানজিদা খানম (২২৫৭৭); ঢাকা-৫ বিজয়ী স্বতন্ত্র মশিউর রহমান মোল্লা সজল (৫০৬৩১), নিকটতম আওয়ামী লীগের হারুনর রশীদ মুন্না (৫০৩৩৪); ঢাকা-৬ বিজয়ী আওয়ামী লীগের সাঈদ খোকন (৬১৭০৩), নিকটতম স্বতন্ত্র রবিউল আলম মজুমদার (১১১৩); ঢাকা-৭ বিজয়ী আওয়ামী লীগের সোলায়মান সেলিম (৬৩৮১৭), নিকটতম জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (৭৩০৮); ঢাকা-৮ বিজয়ী আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম (৪৬৬১০), নিকটতম জাতীয় পার্টির জুবের আলম খান (৮৮০); ঢাকা-৯ বিজয়ী আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এমপি (৯০৩৯৬), নিকটতম জাতীয় পার্টির কাজী আবুল খায়ের (২৭৯৪); ঢাকা-১০ বিজয়ী আওয়ামী লীগের ফেরদৌস আহমেদ (৬৫৮৯৮), নিকটতম জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান (২২৫৭); ঢাকা-১১ বিজয়ী আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন (৮৩৮৮৫), নিকটতম জাতীয় পার্টির শামীম আহমেদ (২৭৪৭); ঢাকা-১২ বিজয়ী আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল এমপি (৯৪৬৭৯), নিকটতম জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু (২২১৯); ঢাকা-১৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক (৯০৩৭৫), নিকটতম তরীকত ফেডারেশনের কামরুল আহসান (১৫২৯); ঢাকা-১৪ বিজয়ী আওয়ামী লীগের মাইনুল হোসেন খান নিখিল (৪৯৭৭২), নিকটতম স্বতন্ত্র লুৎফর রহমান (১৩৭৪৩); ঢাকা-১৫ বিজয়ী আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার এমপি (৩৯৬৩২), নিকটতম জাতীয় পার্টির সামসুল হক (২০৪৪); ঢাকা-১৬ বিজয়ী আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি (৬৫৬৩১), নিকটতম স্বতন্ত্র সালাউদ্দিন রবিন (৬৩১৪); ঢাকা-১৭ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি (৪৮০৫৯), নিকটতম স্বতন্ত্র বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক (১৩৮০); ঢাকা-১৮ বিজয়ী স্বতন্ত্র খসরু চৌধুরী (৭৯০৮৫), নিকটতম স্বতন্ত্র এস এম তোফাজ্জল হোসেন (৪৪৯০৯); ঢাকা-১৯ বিজয়ী স্বতন্ত্র মোহাম্মদ সাইফুল ইসলাম (৮৪৪১২), নিকটতম স্বতন্ত্র তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (৭৬২০২); ঢাকা-২০ বিজয়ী আওয়ামী লীগের বেনজীর আহমদ এমপি (৮৩৭০৯), নিকটতম স্বতন্ত্র মোহাদ্দেস হোসেন (৫৪৬১৩)।

গাজীপুর-১ বিজয়ী আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক এমপি (১০৯২১৮), নিকটতম স্বতন্ত্র রেজাউল করিম রাসেল (৯২৭৮৮); গাজীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি (১০৩৯৮৬), নিকটতম স্বতন্ত্র কাজী আলিম উদ্দিন বুদ্দিন (৮১৮০৪); গাজীপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের রুমানা আলী টুসি (১২৬১৯৬), নিকটতম স্বতন্ত্র ইকবাল হোসেন সবুজ এমপি (১০১৬৭৪); গাজীপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এমপি (৮৯৭২৯), নিকটতম স্বতন্ত্র আলম আহমেদ (৪৪০৪৫); গাজীপুর-৫ স্বতন্ত্র আক্তারউজ্জামান (৬১৬৯৭), নিকটতম আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি এমপি (৫০৯৬৫)।

নরসিংদী-১ বিজয়ী আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি (৯৩৮১৪), নিকটতম স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল (৫৪৩১৫); নরসিংদী-২ বিজয়ী আওয়ামী লীগের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি (৫৬৫০৮), নিকটতম জাতীয় পার্টির রফিকুল আলম সেলিম (৩৫৩৭); নরসিংদী-৩ বিজয়ী স্বতন্ত্র সিরাজুল ইসলাম মোল্লা (৫৬৭৭৯), নিকটতম আওয়ামী লীগের ফজলে রাব্বি খান (৪৫১১৫), নরসিংদী-৪ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি (৭৯৩০২), নিকটতম স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু (৬৯৬২০); নরসিংদী-৫ বিজয়ী আওয়ামী লীগের রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি (১১১৭৫৬), নিকটতম স্বতন্ত্র মিজানুর রহমান চৌধুরী (৬৪০৭৭)।

নারায়ণগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি (১৫৬৪৮৩), নিকটতম স্বতন্ত্র শাজাহান ভূঁইয়া (৪৫০৭৬); নারায়ণগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু এমপি, নিকটতম জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন; নারায়ণগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল্লাহ-আল-কায়সার (১১২৮০৮), নিকটতম জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা এমপি (৩৫৮১১); নারায়ণগঞ্জ-৪ বিজয়ী আওয়ামী লীগের এ কে এম শামীম ওসমান এমপি, নিকটতম জাকের পার্টির মুরাদ হোসেন জামাল; নারায়ণগঞ্জ-৫ বিজয়ী জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান এমপি, নিকটতম স্বতন্ত্র এএমএম একরামুল হক।

রাজবাড়ী-১ বিজয়ী আওয়ামী লীগের কাজী কেরামত আলী এমপি (৯৭০৩৪), নিকটতম স্বতন্ত্র ইমদাদুল হক বিশ্বাস (৫৩১৩২); রাজবাড়ী-২ বিজয়ী আওয়ামী লীগের জিল্লুল হাকিম এমপি (২৩১৮৮৪), নিকটতম স্বতন্ত্র নুরে আলম সিদ্দিকী হক (৪৬৪৬৬)।

ফরিদপুর-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের আব্দুর রহমান (১২৩৩৩১), নিকটতম আরিফুর রহমান দোলন (৮৪৯৮৯); ফরিদপুর-২ বিজয়ী আওয়ামী লীগের শাহাদাব আকবর চৌধুরী লাবু এমপি (৮৬০৯৫), নিকটতম স্বতন্ত্র জামাল হোসেন মিয়া (৮৪১১৪); ফরিদপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র এ. কে. আজাদ (১৩৪০৯৮), নিকটতম আওয়ামী লীগের শামীম হক (৭৫০৮৯); ফরিদপুর-৪ বিজয়ী স্বতন্ত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (১৪৮০৩৫); নিকটতম আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ (১২৪০৬৬); গোপালগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি (১১৮৭৫৭), নিকটতম স্বতন্ত্র কাবির মিয়া (১০৮৯৩৪); গোপালগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম এমপি (২৯৫২৫৪), নিকটতম জাতীয় পার্টির কাজী শাহীন (১৫১৪); গোপালগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের শেখ হাসিনা এমপি (২৪৯৯৬৫), নিকটতম বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) এম. নিজাম উদ্দিন (৪৬৯)।

মাদারীপুর-১ বিজয়ী আওয়ামী লীগের নুর-ই-আলম চৌধুরী লিটন এমপি (১৯৬৭৩১), নিকটতম জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিকী (১৮২৬), মাদারীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের শাজাহান খান এমপি (২২৩৫১৮), নিকটতম জাতীয় পার্টির একেএম নুরুজ্জামান (৩৪১৫); মাদারীপুর-৩ বিজয়ী স্বতন্ত্র তাহমিনা বেগম (৯৬৬৩৩); নিকটতম আওয়ামী লীগের ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি (৬১৯৭১); শরীয়তপুর-১ বিজয়ী আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু এমপি (১৯৯৬৩৭), নিকটতম স্বতন্ত্র (৩৪৮৮); শরীয়তপুর-২ বিজয়ী আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম এমপি (১৫৯৩৯৬), নিকটতম স্বতন্ত্র খালেদ শওকত আলী (৪০১৮২); শরীয়তপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের নাহিম রাজ্জাক এমপি (১৫৭২৫৩), নিকটতম জাতীয় পার্টির আব্দুল হান্নান (৪৪১৯)।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে ৫৮টি আসনের মধ্যে নৌকার প্রার্থী বিজয়ী ৪৬টিতে। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ১০টিতে। ২টিতে জয়ী লাঙ্গল। ব্রাহ্মণবাড়িয়া-১ বিজয়ী স্বতন্ত্র সৈয়দ এ কে একরামুজ্জামান (৮৯৭৫৮), নিকটতম আওয়ামী লীগের বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন (৪৬৬৩৩); ব্রাহ্মণবাড়িয়া-২ বিজয়ী স্বতন্ত্র মঈন উদ্দিন মঈন (৮৪০৬৭), নিকটতম স্বতন্ত্র জিয়াউল হক মৃধা (৫৫৪৩১); ব্রাহ্মণবাড়িয়া-৩ বিজয়ী আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (১৫৮৫৭২), নিকটতম স্বতন্ত্র ফিরোজুর রহমান ওলিও (৬৪০৩৭); ব্রাহ্মণবাড়িয়া-৪ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট আনিসুল হক এমপি (২২১৪৬৭), নিকটতম এনপিপি শাহীন খান (৬৫৮৬); ব্রাহ্মণবাড়িয়া-৫ বিজয়ী আওয়ামী লীগের ফয়জুর রহমান (১৬৫৬৩৫), নিকটতম জাতীয় পার্টির দেলোয়ার হোসেন দুলু (৩৩৮৭); ব্রাহ্মণবাড়িয়া-৬ বিজয়ী আওয়ামী লীগের ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম (১৯২৯১৩), নিকটতম জাতীয় পার্টির আমজাদ হোসেন (২৬৬৬)।

কুমিল্লা-১ বিজয়ী আওয়ামী লীগের প্রকৌশলী আবদুস সবুর (১১৩৯০৭), নিকটতম স্বতন্ত্র নাঈম হাসান (১৬৫৮০); কুমিল্লা-২ বিজয়ী স্বতন্ত্র অধ্যাপক আবদুল মজিদ (৪৪৪১৪), নিকটতম আওয়ামী লীগের সেলিমা আহ্‌মাদ মেরী (৪২৪৫৩); কুমিল্লা-৩ বিজয়ী স্বতন্ত্র জাহাঙ্গীর আলম সরকার (৮৩৯৭১), নিকটতম আওয়ামী লীগের ইউসুফ আব্দুল্লাহ হারুন (৭২০১৪); কুমিল্লা-৪ বিজয়ী স্বতন্ত্র আবুল কালাম আজাদ (৯৬৮০৭); নিকটতম আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুল (৮১২৫৭), কুমিল্লা-৫ বিজয়ী স্বতন্ত্র আবু জাহের (৬৫৮১০), নিকটতম স্বতন্ত্র সাজ্জাদ হোসেন স্বপন (৬১৫২২), কুমিল্লা-৬ বিজয়ী আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দীন বাহার (১৩২২১০), নিকটতম স্বতন্ত্র আনজুম সুলতানা সীমা (৪৪৯৬৬); কুমিল্লা-৭ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (১৭৩৬৭৬), নিকটতম স্বতন্ত্র মুনতাকিম আশরাফ টিটু (১১৬৬৮); কুমিল্লা-৮ বিজয়ী আওয়ামী লীগের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম (২০০৭২৭), নিকটতম জাতীয় পার্টির ইরফান বিন তোরাব আলী (৩৭২১); কুমিল্লা-৯ বিজয়ী আওয়ামী লীগের তাজুল ইসলাম (২৩৩৯৪৬), নিকটতম ইসলামী ফ্রন্টের আবু বকর সিদ্দিক (৮২৬০); কুমিল্লা-১০ বিজয়ী আওয়ামী লীগের আ হ ম মুস্তফা কামাল (২৩২৬৯৯), নিকটতম জাতীয় পার্টির জোনাকী মুন্সী (৮৫৪৮); কুমিল্লা-১১ বিজয়ী আওয়ামী লীগের মুজিবুল হক (১৮১৬৭৪), নিকটতম স্বতন্ত্র মিজানুর রহমান (২২৭০০)।

চাঁদপুর-১ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ (১৫১৩০৭), নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঈগল (৫৭৭৯); চাঁদপুর-২ বিজয়ী আওয়ামী লীগের মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম (১,৮৫,৯৯৯), নিকটতম স্বতন্ত্র ইসফাত আহসান (২১,৩৩৫); চাঁদপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের ডা. দীপু মনি (১০৮১৬৬), নিকটতম স্বতন্ত্র ড. শামছুল হক ভুইয়া (২৪১৯৭); চাঁদপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের শফিকুর রহমান (৩৬৪৫৮), নিকটতম স্বতন্ত্র ড. শামছুল হক ভুঁইয়া (৩৫৪২৫); চাঁদপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম (৮৩২২৭), নিকটতম স্বতন্ত্র গাজী মাঈনুদ্দিন (৩৮৬৩৬); ফেনী-১ বিজয়ী আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (১৮২৭৬০), নিকটতম জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল (৪১৯৫); ফেনী-২ বিজয়ী আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী (২৩৬৫৯৮), নিকটতম জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম (৪০৪৮); ফেনী-৩ বিজয়ী জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (১৪৭৭৬০), নিকটতম স্বতন্ত্র রহিম উল্যাহ (৯৯৬২৬)।

নোয়াখালী-১ বিজয়ী আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম (১৫৯২৯১), নিকটতম একেএম সেলিম ভূঁইয়া (২৮১৯); নোয়াখালী-২ বিজয়ী আওয়ামী লীগের মোরশেদ আলম (৫৬১৮৬), নিকটতম স্বতন্ত্র আতাউর রহমান ভূঁইয়া মানিক (৫২৮৬৩); নোয়াখালী-৩ বিজয়ী আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরন (৫৬৪৩৭), নিকটতম স্বতন্ত্র মিনহাজ আহমেদ জাবেদ (৫১৮৮৫); নোয়াখালী-৪ বিজয়ী আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী (১২৮৪৬৪), নিকটতম স্বতন্ত্র অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন (৪৭৫৭৩); নোয়াখালী-৫ বিজয়ী আওয়ামী লীগের ওবায়দুল কাদের (১৮১২৭৯), নিকটতম জাতীয় পার্টির তানভির আহমেদ (৯৭০২); নোয়াখালী-৬ বিজয়ী আওয়ামী লীগের মোহাম্মদ আলী (১৯৩৭১৫), নিকটতম জাতীয় পার্টির মুশফিকুর রহমান (৫৯৩৬)।

লক্ষ্মীপুর-১ আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান (৪০০৯৪), নিতটতম স্বতন্ত্র হাবিবুর রহমান (১৮১৫৬); লক্ষ্মীপুর-২ বিজয়ী আওয়ামী লীগের নূর উদ্দিন চৌধুরী (৭৮৮০৯), নিকটতম স্বতন্ত্র কাজী সেলিনা ইসলাম (৭১৫০); লক্ষ্মীপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের গোলাম ফারুক (৫২২৯৩), নিকটতম স্বতন্ত্র এম এ সাত্তার (৩৫৬২৮); লক্ষ্মীপুর-৪ বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ (৪৫৪৮৫), নিকটতম জাসদের (ইনু) মোশারফ (৩৩৩০১)।

কক্সবাজার-১ বিজয়ী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (৬১৭৬২), নিকটতম স্বতন্ত্র জাফর আলম এমপি (৪৩৮৫৮); কক্সবাজার-২ বিজয়ী আওয়ামী লীগের আশেক উল্লাহ এমপি (৯৭৩৯৮), নিকটতম বিএনএফের শরীফ বাদশা (৩৪৪৯৬); কক্সবাজার-৩ বিজয়ী আওয়ামী লীগের সাইমুম সরওয়ার এমপি (১৬৭০২৯), নিকটতম স্বতন্ত্র মিজান সাঈদ (২১৯৪৬); কক্সবাজার-৪ বিজয়ী আওয়ামী লীগের শাহীন আক্তার (১২২০৮০), নিকটতম স্বতন্ত্র নুরুল বশর (৩১৭০৭)।

খাগড়াছড়িতে বিজয়ী আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (১৯৫৮১৯), নিকটতম জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (৯২১৬); বান্দরবানে বিজয়ী আওয়ামী লীগের বীর বাহাদুর শিং (১৭২৫৭২), নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (১০৩১২); রাঙামাটিতে আওয়ামী লীগের দীপংকর তালুকদার (২৭১৩৩৭), নিকটতম সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে (৪৯৬৫)।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান (৮৯০৬৪), নিকটতম স্বতন্ত্র গিয়াস উদ্দিন (৫২৯৯৫); চট্টগ্রাম-২ আসনে নৌকার খাদিজাতুল আনোয়ার সনি (১০০৩৭০), নিকটতম স্বতন্ত্র এইচএম আবু তৈয়ব (৩৬৫৮৭); চট্টগ্রাম-৩ আসনে বিজয়ী নৌকার মাহফুজুর রহমান (৫৪৭৫৬), নিকটতম স্বতন্ত্র ডা. জামাল উদ্দিন চৌধুরী (২৮০৭০); চট্টগ্রাম-৪ নৌকার এসএম আল মামুন (১৪২৭০৮), নিকটতম লাঙ্গলের দিদারুল কবির (৪৮৮০); চট্টগ্রাম-৫ আসনে বিজয়ী জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (৫০৯৭৭), নিকটতম স্বতন্ত্র শাহজাহান চৌধুরী (৩৬২৫১); চট্টগ্রাম-৬ আসনে জয়ী নৌকার এবিএম ফজলে করিম (২২১৫৭২), নিকটতম স্বতন্ত্র শফিউল আজম (৩১৫৯); চট্টগ্রাম-৭-এ জয়ী নৌকার ড. হাছান মাহমুদ (১৯৮৯৭৬), নিকটতম ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল (৯৩০১); চট্টগ্রাম-৮-এ জয়ী স্বতন্ত্র আবদুস ছালাম (৩৩৫৩৮), নিকটতম বিজয় কুমার চৌধুরী (২৬৫৭০); চট্টগ্রাম-৯-এ বিজয়ী নৌকার মুহিবুল হাসান চৌধুরী নওফেল (১৩০৯৯৩), নিকটতম মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (১৯১৪); চট্টগ্রাম-১০ আসনে জয়ী নৌকার মহিউদ্দিন বাচ্চু (৫৯০০০), নিকটতম মনজুর আলম (৩৯০০০); চট্টগ্রাম-১১-এ জয়ী নৌকার আবদুল লতিফ (৫১৪৯৪), নিকটতম স্বতন্ত্র জিয়াউল হক (৪৬৫২৫); চট্টগ্রাম-১২-এ নৌকার মোতাহেরুল ইসলাম (১২০৩১৩), নিকটতম স্বতন্ত্র সামশুল হক (৩৫২৪০); চট্টগ্রাম-১৩ আসনে জয়ী নৌকার সাইফুজ্জামান চৌধুরী (১৮৭৯২৫), নিকটতম জাতীয় পার্টির আবদুর রব (৩৩০৬); চট্টগ্রাম-১৪-এ বিজয়ী নৌকার নজরুল ইসলাম (৭১১২৫), নিকটতম আবদুল জব্বার চৌধুরী (৩৬৮৮৪); চট্টগ্রাম-১৫-এ বিজয়ী স্বতন্ত্র এমএ মোতালেব (৮৫৭৪৯), নিকটতম নৌকার আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী (৩৯২৫২); চট্টগ্রাম-১৬ আসনে জয়ী স্বতন্ত্র মজিবুর রহমান (৫৭৪৯৯), নিকটতম আবদুল্লাহ কবির (৩২২২০)।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের ২৪ আসনের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র ১০ প্রার্থী বিজয়ী হয়েছেন। জামালপুর-১ বিজয়ী আওয়ামী লীগের নুর মোহাম্মদ (২২৮২৪৭), নিকটতম আবু সায়েম স্বতন্ত্র (৬০৭০); জামালপুর-২ বিজয়ী আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল (৭০৭৬২), নিকটতম শাহিনূর জামান (৩০৫৪৮); জামালপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের মির্জা আজম (২৭৬৪৫৩), নিকটতম জাতীয় পার্টির মীর শামসুল আলম মিলটন (৭৪৭০); জামালপুর-৪ বিজয়ী স্বতন্ত্র আব্দুর রশিদ (৫০৬৭৮), নিকটতম আওয়ামী লীগের মাহবুবুর রহমান (৪৭৬৩৮); জামালপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (২১৫৮৮৯), নিকটতম স্বতন্ত্র রেজাউল করিম রেজনু (৬৫২৪৯)। শেরপুর- ১ বিজয়ী স্বতন্ত্র ছানোয়ার হোসেন ছানু (১৩৬৯৩), নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক (৯৩৩৭); শেরপুর-২ বিজয়ী আওয়ামী লীগের মতিয়া চৌধুরী (২২০১৪২), নিকটতম স্বতন্ত্র সৈয়দ মো. সাইদ আঙ্গুর (৫৩৪২); শেরপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের এডিএম শহীদুল ইসলাম (১০২৪৪৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবদুল্লা হেল ওয়ারেজ নাইম (৪৪৭২৮)।

ময়মনসিংহ-১ বিজয়ী স্বতন্ত্র মাহমুদুল হক সায়েম (৯৩৫৩১), নিকটতম আওয়ামী লীগের জুয়েল আরেং (৭৩৮৯২); ময়মনসিংহ-২ বিজয়ী আওয়ামী লীগের শরীফ আহমেদ (২৫১৪১৬), নিকটতম স্বতন্ত্র শাহ শহীদ সারোয়ার (১০৩৬); ময়মনসিংহ-৩ বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি (৫৩১৯৬), নিকটতম স্বতন্ত্র সোমনাথ সাহা (৫২২১১); ময়মনসিংহ-৪ বিজয়ী আসনে আওয়ামী লীগের মোহিত উর রহমান শান্ত (১৪৮২৯২), নিকটতম স্বতন্ত্র আমিনুল হক শামীম (১০৩০৪৬); ময়মনসিংহ-৫ বিজয়ী স্বতন্ত্র কৃষিবিদ নজরুল ইসলাম (৫২৭৮৫), নিকটতম জাতীয় পার্টির সালাহউদ্দিন আহমেদ মুক্তি (৩৪১২৪); ময়মনসিংহ-৬ বিজয়ী স্বাতন্ত্র আবদুল মালেক সরকার (৫২২৮৫), নিকটতম আওয়ামী লীগের মোসলেম উদ্দিন (৪২৫৫৮); ময়মনসিংহ-৭ বিজয়ী স্বতন্ত্র এবিএম আনিছুজ্জামান (৭১৭৩৮), নিকটতম আওয়ামী লীগের হাফেজ রুহুল আমীন মাদানী (৫০৫৩১); ময়মনসিংহ-৮ বিজয়ী স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন (৫৬৮০১), নিকটতম জাতীয় পার্টির ফখরুল ইমাম (২৭৯৮৪); ময়মনসিংহ-৯ বিজয়ী আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (৮০৭৩৩), নিকটতম স্বতন্ত্র আনোয়ারুল আবেদীন খান তুহিন (৫৯৫৮৬); ময়মনসিংহ-১০ বিজয়ী আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল (২১৬৮৯৩), নিকটতম স্বতন্ত্র ড. আবুল হোসেন দীপু (৭৫১৯); ময়মনসিংহ-১১ বিজয়ী স্বতন্ত্র এম এ ওয়াহেদ (৯৫২৮০), নিকটতম আওয়ামী লীগের কাজীম উদ্দিন আহমেদ ধনু (৫৬৪২০)।

নেত্রকোনা-১ বিজয়ী আওয়ামী লীগের মোশতাক আহমেদ রুহী (১৫৯০১৯), নিকটতম জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার (২৫২১৯); নেত্রকোনা-২ বিজয়ী আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু এমপি (১০৫৩৫৩), নিকটতম আরিফ খান জয় (৮৬২৮৭); নেত্রকোনা-৩ বিজয়ী স্বতন্ত্র ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (৭৬৮০৩), নিকটতম অসীম কুমার উকিল (৭৪৫৫০); নেত্রকোনা-৪ বিজয়ী আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান এমপি (১৮৮০৬৮), নিকটতম জাতীয় পার্টি লিয়াকত আলী খান (৫৭৫৯); নেত্রকোনা-৫ বিজয়ী আওয়ামী লীগের আহমদ হোসেন (৭৯৬৪৭), নিকটতম মাহারুল ইসলাম সোহেল (২৭২১৪)।

রাজশাহী বিভাগ
৩৯টি আসনের ৩১টিতে আওয়ামী লীগ, ৫টিতে স্বতন্ত্র, ১টিতে জাতীয় পার্টি, ১টিতে জাসদ জয়ী হয়েছে। একটি আসন স্থগিত। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (১০৩৫৯২), নিকটতম স্বতন্ত্র গোলাম রাব্বানী (৯২৪১৯), আলোচিত প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ৯০০৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন; রাজশাহী-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা (৫৪৯০৬), নিকটতম মহাজোট মনোনীত ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা (৩১৪৬৬); রাজশাহী-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের আসাদুজ্জামান আসাদ (১৩৬১৬২), নিকটতম জাতীয় পার্টির আব্দুস সালাম খান (৪৬২১); রাজশাহী-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (১০৭৯৮৩), নিকটতম এনামুল হক স্বতন্ত্র (৫৩৮১২); রাজশাহী-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা (৮৬৯১৩), নিকটতম স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান (৮৩৮৬২); রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের শাহরিয়ার আলম (১০১৫৯৯), নিকটতম স্বতন্ত্র রাহেনুল হক (৭৪২৭৮)।

জয়পুরহাট-১ বিজয়ী আওয়ামী লীগের সামছুল আলম দুদু এমপি (৯৬০১১), নিকটতম স্বতন্ত্র আবদুল আজিজ মোল্লা (৪৭৭৭৬); জয়পুরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন (১৫১১২৮), নিকটতম স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী (৩২৫৪১); চাঁপাইনবাবগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি (৩৮৮৮৯), নিকটতম স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম (৩২৫৪৩); চাঁপাইনবাবগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের জিয়াউর রহমান (৭৬৫২২), নিকটতম স্বতন্ত্র গোলাম মোস্তফা (৪০৭৮৯); চাঁপাইনবাবগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল ওদুদ (৯১৬০৩), নিকটতম স্বতন্ত্র আবদুল মতিন (৮৫৪৩)।

নাটোর-১ বিজয়ী স্বতন্ত্র আবুল কালাম আজাদ (৭৭৯৪৩), নিকটতম আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল (৭৫৯৪৭); নাটোর-২ বিজয়ী আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল (১১৭৮৪৪), নিকটতম স্বতন্ত্র আহাদ আলী সরকার (৬১০৮৫); নাটোর-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (১৩৫৮০২), নিকটতম স্বতন্ত্র শফিকুল ইসলাম শফিক (৪২৯৯৭); নাটোর-৪ বিজয়ী আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী (১০৭১২৭), নিকটতম স্বতন্ত্র আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন (৮৭৪৩৮)।

নওগাঁ-১ বিজয়ী আওয়ামী লীগের সাধন চন্দ্র মজুমদার (১৮৭৬৪৭), নিকটতম স্বতন্ত্র খালেকুজ্জামান তোতা (৭৫৭২১); নওগাঁ-২ আসন স্থগিত, নওগাঁ-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (১৩৮৬৩০), নিকটতম স্বতন্ত্র সলিম উদ্দিন তরফদার সেলিম (৫৯৭৫২); নওগাঁ-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা (৮৫১৮০), নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু (৬২১৩২); নওগাঁ-৫ বিজয়ী আওয়ামী লীগের ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন (১০৪৩৭১), নিকটতম স্বতন্ত্র দেওয়ান ছেকার আহমেদ শিষান (৫২৮৮৪), নওগাঁ-৬ আসনে বিজয়ী স্বতন্ত্র অ্যাডভোকেট ওমর ফারুক সুমন (৭৬৭৪০), নিকটতম আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল (৬৯৯৬২)।

পাবনা-১ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল হক টুকু (৯৩৩০০), নিকটতম স্বতন্ত্র অধ্যাপক আবু সাইয়িদ (৭২৩৪৩); পাবনা-২ বিজয়ী আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির (১৬৫৮৪২), নিকটতম বিএনএমের ডলি সায়ন্তনী (৪৩৮২); পাবনা-৩ বিজয়ী আওয়ামী লীগের মকবুল হোসেন (১১৯৪৬৯), নিকটতম স্বতন্ত্র আবদুল হামিদ মাস্টার (১০০১৩৯); পাবনা-৪ বিজয়ী আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ (১৬৭৪৪৩), নিকটতম স্বতন্ত্র পানজাব বিশ্বাস (১৪৬৬২); পাবনা-৫ বিজয়ী আওয়ামী লীগের গোলাম ফারুক খন্দকার প্রিন্স (১৫৭২৬০), নিকটতম স্বতন্ত্র জাকির হোসেন (৩৩১৬)।

বগুড়া-১ বিজয়ী আওয়ামী লীগের সাহাদারা মান্নান (৫১৫৩২), নিকটতম স্বতন্ত্র শাহজাদী আলম লিপি (৩৪০৯৪), বগুড়া-২ বিজয়ী জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ (৩৬৯৫২) নিকটতম স্বতন্ত্র বিউটি বেগম (৩৪২০৩); বগুড়া-৩ বিজয়ী স্বতন্ত্র খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদী (৬৯৭৫১), নিকটতম স্বতন্ত্র অজয় কুমার সরকার (২২৭৯২); বগুড়া-৪ বিজয়ী জাসদের রেজাউল করিম তানসেন (৪২৭৫৭), নিকটতম বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র ডা. জিয়াউল হক মোল্লা (৪০৬১৮); বগুড়া-৫ বিজয়ী আওয়ামী লীগের মজিবুর রহমান মজনু (১৯৮১৬৫), নিকটতম ইসলামী ঐক্যের নজরুল ইসলাম (৪১০৫); বগুড়া-৬ বিজয়ী আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (৫৩২২৬), নিকটতম আব্দুল মান্নান স্বতন্ত্র (২২৮৪০); বগুড়া-৭ বিজয়ী আওয়ামী লীগের ডা. মোস্তফা আলম নান্নু (৯১০১৯), নিকটতম জাতীয় পার্টির আমিনুল ইসলাম (৬৮০১)।

সিরাজগঞ্জ-১ বিজয়ী আওয়ামী লীগের তানভীর শাকিল জয় এমপি (১৭৮৭৫০), নিকটতম জাতীয় পার্টির জহুরুল ইসলাম (১৫১৭); সিরাজগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের জান্নাত আরা তালুকদার হেনরি (১,৮৪৮৫৮), নিকটতম জাতীয় পার্টির আমিরুল ইসলাম ঝন্টু (৪৫৭৩), সিরাজগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের ডা. আব্দুল আজিজ এমপি (১১৭৬৪৪), নিকটতম স্বতন্ত্র সাখাওয়াত হোসেন সুইট (৪৪৭০৮); সিরাজগঞ্জ-৪ বিজয়ী আওয়ামী লীগের শফিকুল ইসলাম (২২০০১৫), নিকটতম জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক (৭০৮৮); সিরাজগঞ্জ-৫ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল মমিন মণ্ডল এমপি (৭৭৪২২), নিকটতম স্বতন্ত্র আব্দুল লতিফ বিশ্বাস (৭৩,১৮৩); সিরাজগঞ্জ-৬ বিজয়ী আওয়ামী লীগের চয়ন ইসলাম (১২৮৮৯০), নিকটতম স্বতন্ত্র হালিমুল হক মিরু (২৫৬৭৬)।

রংপুর বিভাগ
রংপুর বিভাগের আট জেলার মোট ৩৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২টি, জাতীয় পার্টি ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে জয়ী হয়েছেন। পঞ্চগড়-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (১২৪৭৪২), নিকটতম স্বতন্ত্র আনোয়ার সাদাত সম্রাট (৫৭২১০); পঞ্চগড়-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি (১৮১৭২৫), নিকটতম লাঙ্গলের লুৎফর রহমান দিপন (৭৬২৭)।

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন এমপি (২০৫৩১৩), নিকটতম জাপার রেজাউর রাজী (১৩৯৪০); ঠাকুরগাঁও-২ বিজয়ী আওয়ামী লীগের মাজহারুল ইসলাম (১১৫৪১৬), নিকটতম স্বতন্ত্র আলী আসলাম জুয়েল (৫৭২৩৫); ঠাকুরগাঁও-৩ বিজয়ী জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি (১০৬৭১৪), নিকটতম স্বতন্ত্র অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (৬৪৮২১)।

দিনাজপুর-১ বিজয়ী স্বতন্ত্র জাকারিয়া (জাপা) (১১৫৫১৬), নিকটতম আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি (১০৬৪৯৯); দিনাজপুর-২ বিজয়ী আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি (১৭৩৯১২), নিকটতম স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন (১০৩৫৯); দিনাজপুর-৩ বিজয়ী আওয়ামী লীগের ইকবালুর রহিম বাবু এমপি (১০৮২৫৪), নিকটতম স্বতন্ত্র বিশ্বজিত কুমার ঘোষ (৫৪০৩৮); দিনাজপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এমপি (৯৬৪৪৭), নিকটতম স্বতন্ত্র তারিকুল ইসলাম (৬২৪২৪); দিনাজপুর-৫ বিজয়ী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এমপি (১৬৭৪২৮), নিকটতম স্বতন্ত্র হযরত আলী বেলাল (২৬৪৮২); দিনাজপুর-৬ বিজয়ী আওয়ামী লীগের শিবলী সাদিক এমপি (১৮২৬৬৭), নিকটতম স্বতন্ত্র আজিজুল হক চৌধুরী (৮২৫১৫)।
নীলফামারী-১ বিজয়ী আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার এমপি (১১৯৯০২), নিকটতম জাতীয় পার্টির তসলিম উদ্দিন (২৪৬৬১); নীলফামারী-২ বিজয়ী আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর এমপি (১১৯৩৩৯), নিকটতম স্বতন্ত্র জয়নাল আবেদিন (১৫৬৮৪); নীলফামারী-৩ বিজয়ী স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাভেল (৩৯৩২৫), নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মার্জিয়া সুলতানা (২৫২০৫); নীলফামারী-৪ বিজয়ী জাতীয় পার্টির ছিদ্দিকুল আলম সিদ্দিক (৬৯৯১৪), নিকটতম স্বতন্ত্র মুখছেদুল মুমিন (৪৫৩০৯)।

লালমনিরহাট-১ বিজয়ী আওয়ামী লীগের মোতাহার হোসেন (৯৮৯০৩), নিকটতম স্বতন্ত্র আতাউর রহমান প্রধান (৭৪০৩২); লালমনিরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ এমপি (৯৭২৪০), নিকটতম স্বতন্ত্র সিরাজুল হক (৫০৫০০); লালমনিরহাট-৩ বিজয়ী আওয়ামী লীগের মতিয়ার রহমান (৭৬৪০১), নিকটতম স্বতন্ত্র জাবেদ হোসেন (১২৮০৮)।

রংপুর-১ বিজয়ী স্বতন্ত্র আসাদুজ্জামান বাবলু (৭৩৯২৭), নিকটতম স্বতন্ত্র মসিউর রহমান রাঙ্গা (২৪৩৩২); রংপুর-২ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি (৮১৫৯৯), নিকটতম স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটু (৬১৫৮৩); রংপুর-৩ আসনে বিজয়ী জাতীয় পার্টির জি এম কাদের (৮১৮৬৮), নিকটতম স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী (২৩৩২৬)।

রংপুর-৪ বিজয়ী আওয়ামী লীগের টিপু মুনশি এমপি (১২১৮৯৩), নিকটতম জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল (৪১১২৫); রংপুর-৫ বিজয়ী স্বতন্ত্র জাকির হোসেন সরকার (১০৯৭০৯), নিকটতম আওয়ামী লীগের রাশেক রহমান (৭৪৫৯০); রংপুর-৬ বিজয়ী বিজয়ী আওয়ামী লীগের ড. শিরীন শারমিন চৌধুরী (১০৮৬৩৫), নিকটতম স্বতন্ত্র সিরাজুল ইসলাম (৩৬৮৩২)।

কুড়িগ্রাম-১ বিজয়ী জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান (৮৮৪০৫), নিকটতম জাকের পার্টির আবদুল হাই (৬১১২৩); কুড়িগ্রাম-২ বিজয়ী স্বতন্ত্র ডা. হামিদুল হক খন্দকার (১০১৯২৯), নিকটতম জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ এমপি (৪৭১০০); কুড়িগ্রাম-৩ বিজয়ী আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা (৫৪৪৪৯), নিকটতম স্বতন্ত্র আক্কাস আলী সরকার (৩৪৩৬০); কুড়িগ্রাম-৪ বিজয়ী আওয়ামী লীগের বিপ্লব হাসান পলাশ (৮১১৩২), নিকটতম স্বতন্ত্র মজিবুর রহমান বঙ্গবাসী (১২৬৫২)।

গাইবান্ধা-১ বিজয়ী স্বতন্ত্র প্রকৌশলী নাহিদ নিগার (৪৪৪৮৯), নিকটতম জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (২৪৩১৯); গাইবান্ধা-২ বিজয়ী স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর (৬৪১৯০), নিকটতম জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (৬১০৩৭); গাইবান্ধা-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি (৪১১১৬), নিকটতম স্বতন্ত্র মফিজুল হক সরকার (২২৮১২); গাইবান্ধা-৪ বিজয়ী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (২০১১৭১), নিকটতম স্বতন্ত্র প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (২৭৪৫০); গাইবান্ধা-৫ বিজয়ী আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন এমপি (১০৮০৩৯), নিকটতম স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (৬৩৬০৮)।

খুলনা বিভাগ
খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯টি, জাতীয় পার্টি ১টি এবং স্বতন্ত্র ৬টি আসনে বিজয়ী হয়েছে। মেহেরপুর-১ বিজয়ী আওয়ামী লীগের অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি (৯৪৩০৩), নিকটতম স্বতন্ত্র অধ্যাপক আবদুল মান্নান (৫৭৬৮২); মেহেরপুর-২ বিজয়ী আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (৭২৭২৮), নিকটতম স্বতন্ত্র মকবুল হোসেন (৪৯৫৯৩)।

কুষ্টিয়া-১ বিজয়ী স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী (৮৬৩৩৯), নিকটতম স্বতন্ত্র নাজমুল হুদা পটল (৫১৩৩৯); কুষ্টিয়া-২ বিজয়ী স্বতন্ত্র কামারুল আরেফিন (১১৫৭৯৯), নিকটতম জাসদের (ইনু) হাসানুল হক ইনু এমপি (৯২৪৪৫); কুষ্টিয়া-৩ বিজয়ী আওয়ামী লীগের মাহবুবউল-আলম হানিফ এমপি (১২৭৮০৩), নিকটতম স্বতন্ত্র পারভেজ আনোয়ার তনু (৪২১৮১); কুষ্টিয়া-৪ বিজয়ী স্বতন্ত্র আবদুর রউফ চৌধুরী (৯৮০৪২), নিকটতম আওয়ামী লীগের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি (৮০১১১)।
চুয়াডাঙ্গা-১ বিজয়ী আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি (৯৬২৬৭), নিকটতম স্বতন্ত্র দিলীপ কুমার আগরওয়ালা (৭২৭৬৮); চুয়াডাঙ্গা-২ বিজয়ী আওয়ামী লীগের আলী আজগর টগর এমপি (১০৭৫৯৯), নিকটতম স্বতন্ত্র আবু হাশেম রেজা (৫৮৮৯৫)।

ঝিনাইদহ-১ বিজয়ী আওয়ামী লীগের আব্দুল হাই এমপি (৯৫৬৭৪), নিকটতম স্বতন্ত্র নজরুল ইসলাম দুলাল (৭৯৭২৮); ঝিনাইদহ-২ আসনে এগিয়ে স্বতন্ত্র নাসের শাহরিয়ার জাহেদী মহুল (৪৬৪০২), নিকটতম আওয়ামী লীগের তাহজীব আলম সিদ্দিকী (৪৩৫৭৩); ঝিনাইদহ-৩ বিজয়ী আওয়ামী লীগের সালাহ উদ্দিন মিয়াজী (৮৩০১৫), নিকটতম স্বতন্ত্র অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল এমপি (৬৪৯০৯); ঝিনাইদহ-৪ বিজয়ী আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনার এমপি (৭০৬৩২), নিকটতম স্বতন্ত্র আবদুর রশিদ খোকন (৪৫৮৫২)।

যশোর-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন (১০৫৪৬৬), নিকটতম স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন (১৯৪৭৭); যশোর-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের ডা. তৌহিদুজ্জামান তুহিন (১০৬৩৫৭), নিকটতম স্বতন্ত্র মনিরুল ইসলাম (৭৫৮৮২); যশোর-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ (১২১৭২০), নিকটতম স্বতন্ত্র মোহিত কুমার নাথ (৬৪৫১১); যশোর-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের এনামুল হক বাবুল (১৮১২৯৫), নিকটতম স্বতন্ত্র অ্যাডভোকেট জহুরুল হক জহির (১০৩৪৬); যশোর-৫ আসনে বিজয়ী স্বতন্ত্র ইয়াকুব আলী (৭৭৪৬৮), নিকটতম আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্য (৭২৩৩২); যশোর-৬ আসনে বিজয়ী স্বতন্ত্র আজিজুল ইসলাম (৪৮৯৪৭), নিকটতম আওয়ামী লীগের শাহিন চাকলাদার (৩৯২৬৯)।

মাগুরা-১ বিজয়ী আওয়ামী লীগের সাকিব আল হাসান (১৮৫৩৮৮), নিকটতম বাংলাদেশ কংগ্রেস অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (৫৯৭৩); মাগুরা-২ বিজয়ী আওয়ামী লীগের ড. বীরেন শিকদার এমপি (১৫৬৪৮৭), নিকটতম জাতীয় পার্টি মুরাদ আলী (১৩২৬২)।

নড়াইল-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের কবিরুল হক মুক্তি (১৩৫২০৪), নিকটতম জাতীয় পার্টির মিল্টন মোল্লা (৩৭৫৪); নড়াইল-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজা (১৮৯১০২), নিকটতম ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট হাফিজুর রহমান (৪০৪১)।

বাগেরহাট-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন (২১৯৯৩৯), নিকটতম জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (৫২১০); বাগেরহাট-২ বিজয়ী আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় এমপি (১৮২৩১৮), নিকটতম জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম (৪১৭৪)। বাগেরহাট-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের হাবিবুন নাহার (৮৪৩৭২), নিকটতম স্বতন্ত্র ইদ্রিস আলী ইজারাদার (৫৮৪৬৮); বাগেরহাট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ (১৯৯০৩৪) ভোট, নিকটতম স্বতন্ত্র জামিল হোসাইন (৫৩৭৬)।

খুলনা-১ বিজয়ী আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল (১৪২৫১৮), নিকটতম স্বতন্ত্র প্রশান্ত কুমার রায় (৫২৬২); খুলনা-২ বিজয়ী আওয়ামী লীগের শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি (৯৯৮৬৮), নিকটতম জাতীয় পার্টির গাউসুল আজম (৩৮৪১); খুলনা-৩ বিজয়ী আওয়ামী লীগের এস এম কামাল হোসেন (৯০৯৯৯), নিকটতম জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন (৪৮৭৩); খুলনা-৪ বিজয়ী আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদী এমপি (৮৬১৯৪), নিকটতম স্বতন্ত্র এস এম মোর্ত্তজা রশিদী দারা (৬০৮৯৩); খুলনা-৫ বিজয়ী আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ এমপি (১১০২১৯), নিকটতম স্বতন্ত্র শেখ আকরাম হোসেন (৯৩০৭৭); খুলনা-৬ আসনে আওয়ামী লীগের রশীদুজ্জামান মোড়ল (১০৩৩৩৯), নিকটতম স্বতন্ত্র জি এম মাহবুবুল আলম (৫১৪৭৪)।

সাতক্ষীরা-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন (১৪৮৪৮২), নিকটতম জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত (১৮৫৫৩); সাতক্ষীরা-২ আসনে বিজয়ী জাতীয় পার্টির আসাদুজ্জামান আশু (৮৮৩৫৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মীর মোস্তাক রবি (২৭৪৪৭); সাতক্ষীরা-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হক (১৭৫৯৭৮), নিকটতম জাতীয় পার্টির আলিফ হোসেন; সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের এস এম আতাউল হক দোলন (১৪০০৪৬), নিকটতম বিএনএমের এইচ এম গোলাম রেজা (৩৮৯৮৬)।

বরিশাল বিভাগ
বিভাগের ২১ আসনের সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীরা ১৫টি, জাতীয় পার্টি ২টি, স্বতন্ত্র ৪টিতে বিজয়ী হয়েছেন।
বরগুনা-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার টুকু (৬১৭৪২), নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম ছারোয়ার ফোরকান (৫৮১৭৪); বরগুনা-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের সুলতানা নাদিরা (১৪৮০৩২), নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ড. আবদুর রহমান (১৯৫১)।

পটুয়াখালী-১ বিজয়ী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার (৮১৫০৮), নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দিন তালুকদার (২৬৮৭৪); পটুয়াখালী-২ বিজয়ী আওয়ামী লীগের আ স ম ফিরোজ এমপি (১২৪৩০০), নিকটতম স্বতন্ত্র মো. মহসীন হাওলাদার (২৯৩৬); পটুয়াখালী-৩ বিজয়ী আওয়ামী লীগের এসএম শাহজাদা সাজু এমপি (৯৪৪১৬), নিকটতম স্বতন্ত্র লে. জেনারেল (অব.) আবুল হোসেন (৫৯০২৪); পটুয়াখালী-৪ বিজয়ী আওয়ামী লীগের মহিববুর রহমান মহিব এমপি (৬০৮৫৬), নিকটতম স্বতন্ত্র মাহবুবুর রহমান তালুকদার (৪৮৫৭৬);
ভোলা-১ (সদর) বিজয়ী আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এমপি (১৮৬৭৯৯), নিকটতম জাতীয় পার্টির মো. শাজাহান (৫৫১৯); ভোলা-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের আলী আজম মুকুল এমপি (১৫৯৩২৬), নিকটতম জেপির মো. গজনবী (৩১৯১); ভোলা-৩ বিজয়ী আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (১৭১৯২৭), নিকটতম স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন (১৭৮৮৬); ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বিজয়ী আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (২৪৬৪৭৮), নিকটতম জাতীয় পার্টির মিজানুর রহমান (৬০৪৩)।

বরিশাল-১ বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ্‌ এমপি (১৭৬৭৭৭), নিকটতম জাপার সেরনিয়াবাত সেকান্দার আলী (৪০৯৫); বরিশাল-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এমপি (১২২১৭৫), নিকটতম স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু (৩১৩৯৭); বরিশাল-৩ বিজয়ী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (৫২৫৬৭), নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (২৩৮৮৯); বরিশাল-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র পঙ্কজ নাথ (১৬১০০৫), নিকটতম জাতীয় পার্টির মিজানুর রহমান (৭৬৪৫); বরিশাল-৫ (মহানগর-সদর) বিজয়ী আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি (৯৭৭০৬), নিকটতম স্বতন্ত্র সালাহ উদ্দিন রিপন (৩৫৩৭০); বরিশাল-৬ বিজয়ী আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক (৬০১০৯), নিকটতম স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চুন্নু (৩৯৩৭৪)।

ঝালকাঠি-১ বিজয়ী আওয়ামী লীগের ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম (৯৫৪৭৮), নিকটতম জাকের পার্টির আবু বকর সিদ্দিক (১৬২৪); ঝালকাঠি-২ বিজয়ী আওয়ামী লীগের আমির হোসেন আমু এমপি (১৩০০০১), নিকটতম জাতীয় পার্টির নাসির উদ্দিন (৪৩১৪); পিরোজপুর-১ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি (৮৫৪১০), নিকটতম স্বতন্ত্র এ কে এম এ আবদুল আউয়াল (৭৫৪৮৭); পিরোজপুর-২ বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ (৯৯২৬৮), নিকটতম নৌকা প্রতীক নিয়ে জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু এমপি (৭০৬৮১); পিরোজপুর-৩ বিজয়ী কলার ছড়ি নিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ (৬২১৩০), নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী (৪৭৬২১)।

সিলেট বিভাগ
সুনামগঞ্জ-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের রনজিত চন্দ্র সরকার (১০০৯৯৮); নিকটতম স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন রতন এমপি (৪৬৭৮০); সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী স্বতন্ত্র জয়া সেনগুপ্তা এমপি (৬৭৭৭৫); নিকটতম আওয়ামী লীগের চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (৫৮৬৭২); সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের এম এ মান্নান এমপি (১২৬৯৯৮); নিকটতম স্বতন্ত্র শাহীনূর পাশা চৌধুরী (৪৫০০); সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের মোহম্মদ সাদিক (৯০৫৯০); নিকটতম জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ এমপি (৩১৭২১)। সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক এমপি (১১৯৪০৩); নিকটতম স্বতন্ত্র শামীম আহমদ চৌধুরী (৯১৮৮৮)।

সিলেট-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন এমপি (৫৮৭৫৯); নিকটতম ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (১১৬৯); সিলেট-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী (৭৮৩৮৬); নিকটতম স্বতন্ত্র মুহিবুর রহমান (১৬৬৬১); সিলেট-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের হাবিবুর রহমান এমপি (৭৪৩০৩); নিকটতম ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (৩৩৭৫৫); সিলেট-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের ইমরান আহমদ এমপি (৯২৯১৯); নিকটতম তৃণমূল বিএনপির আবুল হোসেন (২৯৯৯); সিলেট-৫ আসনে বিজয়ী স্বতন্ত্র মওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী (৪৪৭৯৫); নিকটতম আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ (৩২০৫১); সিলেট-৬ আসনে বিজয়ী আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ এমপি (৫৭৭৭৮); নিকটতম স্বতন্ত্র সরওয়ার হোসেন (৩৯৪৮৮)।

মৌলভীবাজার-১ বিজয়ী আওয়ামী লীগের শাহাব উদ্দিন এমপি (১৩৬৩০৮); নিকটতম জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (৩০৯৮); মৌলভীবাজার-২ বিজয়ী আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল (৭৩৫২৮); নিকটতম স্বতন্ত্র এ কে এম সফি আহমদ সলমান (১৫১৬৮); মৌলভীবাজার-৩ বিজয়ী আওয়ামী লীগের জিল্লুর রহমান (১৬৭৮৪৬); নিকটতম জাতীয় পার্টির আলতাফুর রহমান (২৬৯৮); মৌলভীবাজার-৪ বিজয়ী আওয়ামী লীগের উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি (২১২৪৯১); নিকটতম ইসলামী ফ্রন্টের আবদুল মুহিদ হাসানী (৫৩৯০)।

হবিগঞ্জ-১ বিজয়ী স্বতন্ত্র অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (৭৯০৫২); নিকটতম জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী বাবু (৩০৭০৩); হবিগঞ্জ-২ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (৯৮৬০৩); নিকটতম অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি (৪৯৩৪৮); হবিগঞ্জ-৩ বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট আবু জাহির এমপি (১৬০৬০৪); নিকটতম জাতীয় পার্টির আবদুল মুমিন চৌধুরী বুলবুল (৪০৭৬); হবিগঞ্জ-৪ বিজয়ী স্বতন্ত্র ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (১৬৯৬৯৪); নিকটতম আওয়ামী লীগের অ্যাডভোকেট মাহবুব আলী এমপি (৬৯৩১৩)।

সমকাল