গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ একক কর্মসূচি দিতে হবে: জামায়াত

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ একক কর্মসূচি দিতে হবে: জামায়াতছবি: সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলনে থাকা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে একক কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, জাতির এই ক্রান্তিকালে ভেদাভেদ পাশ কাটিয়ে সব গণতান্ত্রিক শক্তি, দল ও প্রতিষ্ঠানকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। একক কর্মসূচি দিয়ে রাজপথ প্রকম্পিত করে সরকারকে ধসিয়ে দিতে হবে। গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অবরোধ চলতেই থাকবে।

এদিকে রোববার নবম দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর ১০টি স্পটে ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে পাগল হয়ে গেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েশি তপশিল ঘোষণা করেছে। সরকার কোনো শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা খারিজ করে দিয়েছে। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না জেনে বিরোধী দলকে পাশ কাটিয়ে যেনতেন প্রকারে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না।

সমকাল