নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের কাছে ৪৫ রানে হেরেছে নামিবিয়া। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নামিবিয়া ৫ উইকেটে সংগ্রহ করে ১৪৪ রান।
এর আগে দুর্দান্ত পাকিস্তানের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি নামিবিয়ার বোলাররা। বাবারর আজমের ৭০ এবং মোহাম্মদ রিজওয়ানের ৭৯ রানের উপর ভর করে ১৮৯ রান করে পাকিস্তান।
আগের তিন ম্যাচেই পরে ব্যাট করে জিতেছে পাকিস্তান। তাই বোলাররা পরীক্ষায় পড়েননি এতদিন। সে পরীক্ষাটা নামিবিয়ার বিপক্ষেই যেন নিতে চাইলেন অধিনায়ক বাবর আজম। টসে জিতলেও নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
নামিবিয়া একাদশ :
ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংজেন, জন লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ইয়ান গ্রিন (উইকেটরক্ষক), জেজে স্মিট, ডেভিড ভিসে, ইয়ান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, স্টেফান বার্ড ও বেন শিকঙ্গো।