স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৯:০০

টানা দুই জয়ের পর আজ (মঙ্গলবার) মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ফিফটিতে স্কটল্যান্ডের বিপক্ষে তারা ওয়ানডে নিজেদের রেকর্ড সর্বোচ্চ সংগ্রহই পেয়েছে। যথারীতি এই ম্যাচেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান।
চলমান বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। আজ তারা নিজেদের সেই রেকর্ডটাকে আরেকটু সামনে নিয়ে গেল। মূলত জ্যোতির শেষের ঝড়েই টাইগ্রেসরা বড় সংগ্রহ গড়েছে। ৫৯ বলে তিনি সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত ছিলেন, এ ছাড়া সমান ৫৭ রান করে এসেছে পিংকী-শারমিনের ব্যাটে।