2 March 2021 From Facebook
২রা মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করছেন আ স ম আবদুর রব ৷
একাত্তরের ২রা মার্চ, পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ায় সকাল থেকেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেয়, ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে । পাকিস্তানি শাসকগোষ্ঠীর জুলুম, নিগ্রহ, শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগের নানা শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ।
অকুতোভয় ছাত্রসমাজ ও জনতা পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন মিছিল ও সমাবেশে উপস্থিত হন ছাত্র-জনতা ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে শিবনারায়ণ দাশ’র নকশা করা বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা সেদিন সর্বপ্রথম উত্তোলন করেন ছাত্রলীগের তৎকালীন নেতা ও ডাকসুর সহ-সভাপতি আ স ম আব্দুর রব । সেই ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আ স ম আব্দুর রব প্রমুখ ।
আজ ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস ৷ শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব মহান মানুষগুলোকে ৷