ঢাকা
বিসিএল ফাইনাল
১৫ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে ১৩টি শতক আছে, ১৫০ পেরিয়েছিলেন দুবার। তবে মোহাম্মদ মিঠুনের সর্বোচ্চ ছিল ১৮৬ রান। বিসিএলের এ মৌসুমেই ছিল ১৭৬ রানের ইনিংসও। অবশেষে প্রথম দ্বিশতকটা পেয়ে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিসিএল ফাইনালে আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২০৬ রান করেছেন মধ্যাঞ্চলের মিঠুন। শতক পেয়েছেন শুভাগত হোমও।
আগের দিন ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন, তবে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল মধ্যাঞ্চল। মিঠুন প্রতি–আক্রমণ শুরু করেছিলেন এর পরপই। অধিনায়ক শুভাগত হোম দারুণ সঙ্গ দিয়েছিলেন। দ্বিতীয় দিনই দারুণ এক শতক পেয়ে যান মিঠুন, দিন শেষে অপরাজিত থাকেন ১০২ রানে। বিসিএলের এ মৌসুমেই ইনিংস উদ্বোধন করতে আসেন মিঠুন। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁর পরামর্শক্রমেই এটা করেছিলেন মিঠুন। শুরুতে ব্যাটিংয়ে এসে বিসিএলের প্রথম ম্যাচেই ১৭৬ রান করেছিলেন তিনি।
২০৯ বলে আজ নাসুম আহমেদকে চার মেরে দেড় শ পূর্ণ করেন মিঠুন। ততক্ষণে শতক হয়ে গেছে শুভাগতরও। তিন অঙ্কে যেতে তাঁর সময় লেগেছে ১৮৬ বল। দুজনের ২৮৩ রানের জুটি ভেঙেছেন মেহেদী হাসান। তাঁর বলে এলবিডব্লু হওয়ার আগে শুভাগত ১১৬ রান করেছেন ২১৯ বলে, মেরেছেন ১২টি চার। শুভাগত-মিঠুনের জুটি এ মৌসুমে বিসিএলে পঞ্চম উইকেটে সর্বোচ্চ।
শুভাগত ফিরলেও মিঠুন থামেননি দ্রুতই। জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে তিনি যোগ করেন আরও ৭৫ রান। মেহেদী হাসানকে চার মেরে ১৯০ পেরিয়েছেন, মেহেদী হাসান রানাকে আরেকটি চার মেরে গেছেন ১৯৬-এ। সেই মেহেদীর বলেই সিঙ্গেল নিয়ে ২০০ পূর্ণ করেছেন তিনি, ২৮৭ বল খেলে।
অবশ্য দ্বিশতকের পরপরই থামতে হয়েছে তাঁকে। রিশাদ হোসেনের বলে এলবিডব্লু হওয়ার আগে ২০৬ রানের ইনিংসে ২৭টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়।
জাকের আলী এরপর ফিরেছেন ৫৩ রান করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৬ ওভারে ৯ উইকেটে ৪৩১ রান তুলেছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে তারা এগিয়ে ৪৪ রানে। মুকিদুল ইসলামকে নিয়ে ব্যাটিং করছেন রবিউল হক।
জাকের আলী এরপর ফিরেছেন ৫৩ রান করে। এরপর রবিউল হকের ৩৪ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৫১ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে অর্ধশতক করা এনামুল হকের উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চল তুলেছে ৪৩ রান। ২২ রানে পিনাক ঘোষ ও ২০ রানে ব্যাটিং করছেন অমিত হাসান।
সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিনশেষে
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১১.৩ ওভারে ৩৮৭ (জাকির ১০৭*, এনামুল ৭৬, ফরহাদ ৭১, পিনাক ৬৫; হাসান ৫/১০১, শুভাগত ৩/৫১, আবু হায়দার ২/৭৬) ও ২য় ইনিংস: ১১ ওভারে ৪৩/১
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৮৪/৪ (মিঠুন ২০৬, শুভাগত ১১৬, জাকের ৫৩, রবিউল ৩৪; ফরহাদ ৪/৫৩, কামরুল ৪/৭০)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংসে ৮ রানে পিছিয়ে