১২ হলের ফলাফলে সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে

logo

নয়া দিগন্ত অনলাইন
সাদিক কায়েম
সাদিক কায়েম |ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষিত ১২টি হলের ফল অনুসারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হলো— অমর একুশে হল, কবি সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল, মুহসীন হল।

রাত সোয়া ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো: আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো: আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

অন্যদিকে, জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।

মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here