১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাবি ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

 আমার দেশ
১১ মে ২০২৩

সন্ত্রাসী ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ

সন্ত্রাসী ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি

শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে বেপরোয়া সন্ত্রাসী ছাত্রলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে। ছিনতাইয়ের সাথে জড়িত ছাত্রলীগের আরেক সন্ত্রাসী পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আর আবদুল্লাহ আল মুনতাসীর শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহ সভাপতি। এই ঘটনায় জড়িত ছাত্রলীগের আরেক কর্মী মো. রাজীব পলাতক রয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনাটি বৃহস্পতিবার (১১ই মে) প্রকাশ হয়।

গ্রেপ্তারের পর ছাত্রলীগের দুই ছিনতাইকারীর পকেট থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাদবাকি টাকা ছাত্রলীগের অপর ছিনতাইকারী রাজীবের কাছে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে। এর পর আটক ওই শিক্ষার্থীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নাম জুবায়ের আহমেদ। তিনি পল্টন সিটি হার্ট মার্কেটের রংধনু ফ্যাশন নামক একটি দোকানে কাজ করেন।