এপ্রিল ০৪, ২০২১

হেফাজতে ইসলামের সংগে কেউ যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তাঁর গদি টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী।
রবিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হেফাজতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, হেফাজত রাজনীতি করে না, গদি দখল করতে চায় না। হেফাজত মাজলুমের পক্ষে দাঁড়ায় গণমানুষের কথা বলে। এই জন্য সব দলের মানুষের লোকেরা আছে। আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলের লোকের সহযোগিতা আছে।
মামুনুল হকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন সতী নারীকে অপবাদ দেওয়া হচ্ছে। কোরআন বলছে, যারা অপবাদ লাগাবে তাদের ওপর আল্লাহর গযব অনিবার্য।
সংসদে প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ করে সাখাওয়াত হোসাইন রাজী বলেন, আজকে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে স্বতি নারী ও একজন আলেমকে নিয়ে যেভাবে কথা বলেছেন, সরকারি দল কেনো, হেফাজত চাইলেও বেশিদিন তাঁকে টিকিয়ে রাখতে পারবে না।
এক প্রশ্নের জবাবে হেফাজতের এই নেতা বলেন, ফোনকল ফাঁস একটি অপরাধ। আমরা এবিষয়ে আইনগত প্রক্রিয়ায় যাবো।
বিভি/এনএম/এমএস