হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে হাসিনা যেই বিপুল ঋণ নিয়েছে সেই ঋণ পরিশোধের সময় শুরু হচ্ছে। এই ঋণ হাসিনার শোধ করার সামর্থ্য নাই। কেন? তিনি বলছেন, তার পিতা শেখ মুজিবুর রহমানের একদলীয় রাষ্ট্র তৈরি করেছিলেন, কিন্তু 1974 সালে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হন। হাসিনা যেই বয়ান নিয়ে আক্ষরিক অর্থেই তার বাপের বাকশাল কায়েম করেছে তা হচ্ছে কম গনতন্ত্র অধিক উন্নয়নের তত্ত্ব। হাসিনা এটা বলতে চায় যে ভালো অর্থনৈতিক পারফরম্যান্স এবং পিতায়ে ঠান্দা করার ক্ষমতা থাকলে হাসিনার নেতৃত্বে একটি একদলীয় রাষ্ট্র টেকসই হবে