- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:০৯
গত কয়েকদিন বিশ্ব জুড়েই ভক্তদের একটাই জিজ্ঞাসা- কেমন আছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি কালোমানিক পেলে। ৮২ বছর বয়সে ব্রাজিলিয়ান এই ফুটবল লিজেন্ড বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে গত মঙ্গলবার সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি হন। গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের শেষ ষোলর ম্যাচটি হাসপাতাল থেকেই টেলিভিশনে উপভোগ করেছেন পেলে।
প্রিয় দলের দুরন্ত পারফরম্যান্স পেলেকে মানসিকভাবে অনেকটাই স্বস্তি দিয়েছে। দক্ষিণ কোরিয়াকে অনেকটা উড়িয়ে দিয়ে ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে শেষ আটের টিকিট পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোলন ক্যান্সারের সাথে লড়াই করতে থাকা ফুটবলের অন্যতম সেরা এই কিংবদন্তি নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলের খেলা উপভোগের খবরটি দিয়েছেন। ম্যাচ শুরুর আগে তিনি দলের উদ্দেশে বলেছেন, ‘আমি তোমাদের প্রত্যেকের সাথে আছি।’
ব্রাজিলের জার্সি গায়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের তিনটি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন পেলে। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে সুইডেনের স্টোকহোমে বিশ্বকাপ জয়ের একটি রঙিন ফটো পেলে কাল পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কিশোর বয়সের পেলে বিশ্বকাপ জয়ের আনন্দে উদ্বেলিত। আট বছর আগে ১৯৫০ সালে ব্রাজিল যখন ফাইনালে উরুগুয়ের কাছে পরাজিত হয়েছিল তখন বাবাকে কাঁদতে দেখে পেলে প্রতিজ্ঞা করেছিল একদিন তিনি ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা উপহার দিবেন।
পেলে লিখেছেন, ‘১৯৫৮ সালে সুইডেনে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় বাবাকে দেয়া প্রতিশ্রুতির কথা চিন্তা করছিলাম। আমি জানতাম অনেক দেশ একই ধরনের প্রতিশ্রুতি সামনে রেখেই বিশ্বকাপে খেলতে এসেছে। আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ছিলাম। আমি তোমাদের সবাইকে অনুপ্রাণিত করতে চাই, আজকের এই যাত্রায় আমরা সবাই একসাথে আছি। পুরো ব্রাজিল দলের জন্য শুভকামনা।’
নেইমার ও তার দল পেলেকে হতাশ করেনি। ছন্দময় ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল কাল সবদিক থেকেই নিজেদের মেলে ধরার প্রতিযোগিতায় নেমেছিল। জয়ের পর পুরো দল এই জয় পেলেকে উৎসর্গ করেছে। পেলের ছবিসহ একটি ব্যানারে বড় অক্ষরে তার নাম লিখে নেইমার বাহিনী ম্যাচ শেষে কিংবদন্তির প্রতি ভালোবাসা জানিয়েছে।
ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘পেলে এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা নিয়ে কথা বলাটা কঠিন। আমরা প্রত্যেকেই তার দ্রুত সুস্থতার প্রতি শুভকামনা জানাচ্ছি। আশা করছি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। এই জয়ের মাধ্যমে আমরা তাকে অন্তত কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছি। আজকের এই জয়টা শুধুই তার জন্য।’
রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রও পেলের প্রতি ভালোবাসা জানিয়ে বলেছেন, ‘এই জয় পেলের জন্য। আশা করছি আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে পারবো।’
ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেনও সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের জন্য শুভকামনা জানিয়েছে। এমবাপ্পে টুইটারে লিখেছেন, ‘রাজার জন্য প্রার্থনা।’
সূত্র : বাসস