হাফ-সেঞ্চুরিতে ব্যাটিং অনুশীলন সাড়লেন মুশফিক-মাহমুদুল

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয় – ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। দু’জনই ৬৬ রান করে করেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের একাদশের ৭ উইকেটে ১৪৬ রানের জবাবে ৮ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। এরপর ম্যাচটি ড্র হয়।

মঙ্গলবার ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ২৭ দশমিক ৩ ওভার। ৭১ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।

বুধবার, দ্বিতীয় দিনে আরো ২ উইকেট হারিয়ে ৭৫ রান যোগ করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। স্বাগতিকদের পতন হওয়া পরের ২ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। আবু জায়েদ ৩৬ রানে ৩, তাসকিন ২৬ রানে ও মিরাজ ১৪ রানে ২টি করে উইকেট নেন।

এরপর নিজেদের ইনিংস শুরু করে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন ওপেনার সাদমান ইসলাম। এরপর ৫০ রানের জুটি গড়েন জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। শান্ত ২৭ রানে আউট হন। ৯ রানের বেশি করতে পারেননি চার নম্বরে নামা অধিনায়ক মোমিনুল হক।

দলীয় ৮২ রানে মোমিনুলের পতনের পর জয় ও মুশফিক ৪৪ রানের জুটি গড়েন। ১৩১ বল খেলে ১১টি চারে ৬৬ রান করেন জয়।

পঞ্চম উইকেটে মুশফিক ও লিটন দাস ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশের স্কোর ২০০ রানে নিয়ে যান। ৯১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৬৬ রান আসে মুশফিকের ব্যাট থেকে।

৭টি চারে ৪১ রান করেন লিটন। এছাড়া ইয়াসির আলি ২১, মিরাজ অপরাজিত ২০ ও তাসকিন ১০ রান করেন। তাসকিনের আউটের পরই ম্যাচটি ড্র মেনে নেয় দু’দল।

মাউন্ট মঙ্গানুইতেই নতুন বছরের প্রথম দিনেই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সূত্র : বাসস