হানিফ: বিএনপি নাম দিয়েছে, তবে জাফরুল্লাহর মাধ্যমে

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে সেখানে কোনো নাম দেয়নি বিএনপি। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেন, ডা. জাফরুল্লাহ সার্চ কমিটির কাছে যে নাম দিয়েছেন, সেটাই বিএনপির নাম।

mahbub ul alam hanif newমাহবুব উল হানিফ

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত একটি সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহবুব-উল হানিফ। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়ায় বিএনপির যুক্ত না হওয়াটা দুঃখজনক। তবে তারা ডা. জাফরুল্লাহর মাধ্যমে তাদের পছন্দের নাম দিয়েছে।

আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশে মাহবুব উল হানিফ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দলকে গণমুখী করতে হবে। নতুন নেতৃত্বকে গতিশীল ও শক্তিশালী করতে সময়মতো সম্মেলন করতে হবে। যাদেরকে দল থেকে সাময়িক কিংবা স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, তাদের ব্যাপারটি দল থেকে নিষ্পত্তি করা না পর্যন্ত কমিটিতে আনা যাবে না।