- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:১৯
উলভারহ্যাম্পটনের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
সমালোচনার জবাব এর থেকে ভালো আর কী হতে পারে? বছর জুড়ে যে সমালোচনা তাকে ঘিরে, তার জবাব দিতেই যেন প্রথম মিনিটেই গোল জ্যাক গ্রিলিশের।
অপরদিকে আর্লিং হল্যান্ড মাঠে নামবেন, প্রতিপক্ষ যে দলই হোক, তিনি গোল পাবেন। এটা যেন এখন এক অমোঘ নিয়মেই পরিণত হয়ে গেছে! ‘রীতি’ মেনে আজও ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন তিনিই, তৃতীয় গোলটি আসে ইংলিশ তরুণ উইঙ্গার ফিল ফোডেনের পা থেকে।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ডান প্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনার অসাধারণ এক ক্রসে পা ছুঁইয়ে দিয়ে খুব কাছ থেকে উলভার হ্যাম্পটনেন জালে বল পাঠান জ্যাক গ্রিলিশ। এ মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচ খেলতে নামা এই ইংলিশ উইঙ্গারের এটি প্রথম গোল।
এরপর ম্যাচের ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হল্যান্ড। উলভসের ডি-বক্সের কাছাকাছি জায়গায় বার্নান্দো সিলভার থেকে বল পেয়ে একজন খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এবারের প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে এটি তার ১১তম গোল। এবং ম্যানচেস্টার সিটির হয়ে এই নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন আর্লিং হল্যান্ড।
এই তো গতকালই প্রিমিয়ার লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন হল্যান্ড। আগস্ট মাসে খেলা ৫ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ তিনি গোল করেছেন ৯টি, প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের শুরুর মাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। আজ প্রিমিয়ার লিগে আরো একটি ‘প্রথম’-এর কীর্তি গড়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় নিজের প্রথম চারটি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে সালজবুর্গ ছাড়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের সর্বশেষ ৯৯ ম্যাচে ১০০ গোল করলেন হল্যান্ড। এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে কেন গোলমেশিন বলা হয় আর ধারণা করা হচ্ছে প্রিমিয়ার লিগের অনেক রেকর্ডই তিনি নিজের করে নেবেন, এটা স্পষ্ট হয় তার এই পরিসংখ্যানে।
১৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও অবশ্য চেষ্টা করে গেছে উলভস। কিন্তু নিজেদের মাঠে তাদের সেই চেষ্টা কাজে লাগেনি। উল্টো ৩৩ মিনিটে গ্রিলিশকে বাজেভাবে ট্যাকল করে সরাসরি লালকার্ড দেখে কলিনস মাঠ ছাড়লে দুর্ভোগ যেন আরো বাড়ে উলভসের। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি।
দ্বিতীয়ার্ধে অনেকটাই রক্ষণাত্মক হয়ে পড়া উলভসের জালে বল ঢুকেছে আর একবারই। ম্যাচের ৬৯তম মিনিটে ডি ব্রুইনার পাসে দারুণ এক ফ্লিকে গোলটি করেন তরুণ ইংলিশ উইঙ্গার ফিল ফোডেন। এই অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগে খেলা ২১৭ ম্যাচে ১৫০টি গোলে অবদান রাখলেন ডি ব্রুইনা। ১৫০টি গোলের মধ্যে নিজে করেছেন ৫৮টি, ৯২টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।
এরপর ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা বলতে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানিয়ে ৭০ মিনিটে খেলা বন্ধ রেখে ১ মিনিটের জন্য সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয়া। রানির ৭০ বছর সিংহাসনে থেকেছিলেন বলেই ম্যাচের ওই সময়ে শ্রদ্ধা জানানো হয়েছে তাকে। ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পেপ গার্দিওয়ালার ম্যান সিটি।