হতাশার সিরিজে পরিবর্তনের পথে হাঁটল না বিসিবি

24 Live Newspaper

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। তবে সিরিজের শেষ এবং আনুষ্ঠানিকতার ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে লিটন দাসের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য আগের স্কোয়াডই বহাল রেখেছে।

বাংলাদেশ ক্রিকেট দল

এক ম্যাচ হাতে রেখেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১৬ রানের ব্যবধানে। ফলে শুক্রবার চট্টগ্রামের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সিরিজের শুরুতে প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচের দলে পরিবর্তনের একটি সম্ভাবনা থাকলেও নির্বাচকরা সেই পথে হাঁটেননি। আগের ১৫ সদস্যের ওপরই আস্থা রেখেছেন তারা।

শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here