হঠাৎ দেশে ফিরে মিরপুরে অনুশীলন

মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলের সামনে সকাল ১০টার দিকে দুটি গাড়ি অপেক্ষায় ছিল বাংলাদেশ দলের জন্য। একটি বিশ্বকাপের ব্র্যান্ডিং করা বাস, অন্যটি প্রাইভেটকার। সাকিব আল হাসান বিমানবন্দরে গেছেন প্রাইভেটকারে। অন্যরা বাসের যাত্রী। উপস্থিত সাংবাদিকরা তখন ঘুণাক্ষরেও বুঝতে পারেননি দুটি গাড়ি মুম্বাইয়ের ভিন্ন দুটি বিমানবন্দরের পথে। কাউকে কিছু বুঝতে না দিয়ে সাকিবের গাড়ি গেছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশে ফেরার তাড়া ছিল তাঁর।

বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপ ভেন্যু থেকে দেশে ফিরতে পারেন– সে ভাবনা কারও মাথায় ছিল না। ফলে ভারতে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের অনেকটা সময় অন্ধকারে থাকতে হয়েছে। সাংবাদিকরাও তো মুম্বাই থেকে কলকাতা ফেরার ফ্লাইট ধরা নিয়ে সকাল থেকে ব্যস্ত ছিলেন। সে কারণে সাকিবের ফাঁকি ধরার সুযোগও ছিল না। গতকাল কলকাতা পৌঁছে ঢাকার ফোনে জানা গেছে, সতীর্থদের কলকাতা রেখে দেশে ফিরে গেছেন সাকিব। ফেরাটা একেবারে ক্রিকেটীয় কারণে। তাঁর সাবেক গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে ব্যাটিংয়ের ত্রুটিগুলো ঠিক করে নিতে। বাংলাদেশ অধিনায়কের দেশে ফেরা নিয়ে আইসিসির আইনগত কোনো বিধিনিষেধ নেই। সংস্থাটির মিডিয়া ম্যানেজার ক্যালাম ডেভিস জানান, ম্যাচের আগের দিন দলে ফিরলে খেলতে পারবেন সাকিব

সাকিবের বিশ্বকাপ ছিল ২০১৯ সালে। বাংলাদেশ দলকে একহাতে অনেকটা পথ টেনে নিয়ে গেছেন তিনি। সেই সাকিব কিনা এবার রানে নেই। ক্রিজে গিয়ে উইকেট ছুড়ে ড্রেসিংরুমে ফিরছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি তিন ম্যাচে বোলিংও খুব বেশি ভালো করতে পারেননি। এ পরিস্থিতিতে গুরুর শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না টাইগার দলপতি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিজের মনের কথা খুলে বলতেই রাজি হয়ে গেছেন তিনি। দেশে ফেরার অনুমতি নিয়ে দুপুরেই দেশে ফেরেন। বিসিবিও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের জন্য তিন দিন অনুশীলনের সুযোগ করে দিয়েছে। নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে সাকিবের প্রথম অনুশীলন সেশন ছিল গতকাল বিকেলে। আজ এবং কাল ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করে কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন ম্যাচের আগে। পর দিন ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে দিবারাত্রির ম্যাচ। কলকাতার ঐতিহাসিক এ ভেন্যুতে অনুষ্ঠেয় ডাচদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। যে কোনো মূল্যে জিততে চাইবে দল।

বাংলাদেশ দল মুম্বাই থেকে গতকাল বিকেলে কলকাতা পৌঁছায়। তাজ বাংলা হোটেল ক্রিকেটারদের আবাস। হোটেলে পৌঁছে ক্রিকেটে ফোকাস করতে হয়েছে খেলোয়াড়দের। কোচিং স্টাফকেও পরিকল্পনা করতে হচ্ছে পরের ম্যাচ নিয়ে। বিশ্বকাপে আসার পর থেকে এতদিন বিশ্রাম নীতিতে চলা বাংলাদেশ আজই অনুশীলনে নামছে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কৃত্রিম আলোয় প্র্যাকটিস করবেন লিটনরা। পরের দিন ২৭ অক্টোবর দুপুরে হবে অনুশীলন। ছন্দ ফিরে পেতে নাজমুল হোসেন শান্তরা ম্যাচ ভেন্যুতে একাগ্র হলেও সাকিব মনপ্রাণ উজাড় করে ব্যাটিংয়ের খুঁত সারাতে পরিশ্রম করছেন ঢাকার মিরপুরে। হঠাৎ করে ক্রিকেটার এবং কোচিং স্টাফের নড়েচড়ে বসার কারণ হলো, লক্ষ্য থেকে ক্রমে দূরে সরে যাওয়া। শেষে পরাজয়ের লজ্জায় ডুবে মরার ভয় থেকে ঘুম থেকে জেগে ওঠা সাকিবদের।

বিশ্বকাপে বাংলাদেশ দল বেশি খারাপ করছে ব্যাটিংয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কেউই সেভাবে রান করতে পারছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯, ভারতের বিপক্ষে ৪৬ রান করা মিডলঅর্ডার এ ব্যাটার মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেন। ২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এটি। আর চার বিশ্বকাপ খেলা ৩৭ বছর বয়সী এ ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি এটি। বিশ্বকাপ মঞ্চে দলের সবচেয়ে বর্ষীয়ান ক্রিকেটারকে এভাবে রান করতে দেখে তরুণদের মধ্যে অপরাধ বোধ থাকতে পারে। কারণ, বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে পারফর্ম করতে পারছেন না কেউই। নেদারল্যান্ডসের বিপক্ষে অলআউট ক্রিকেট খেলে শেষের শুরু করার পরিকল্পনা টাইগারদের। শেষ চার ম্যাচ থেকে অন্তত তিনটিতে জিততে চান সাকিবরা। কারণ, একক বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ জেতেনি বাংলাদেশ।

সমকাল