৬, ৬, ৫, ৪, ৩, ৫—প্রবাত জয়াসুরিয়ার প্রথম ৬ ইনিংসে উইকেটসংখ্যা। ৩ ম্যাচ, ২৯ উইকেট, ২০.৩৭ গড়, ৫ উইকেট চার বার। অভিষেকের পর শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক সময় কেটেছে জুলাই মাসে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আইসিসির জুলাই মাসের ছেলেদের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন ৩০ বছর বয়সী স্পিনার। গত মাসে মেয়েদের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের এমা ল্যাম্ব।
জয়াসুরিয়া টপকে গেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ শতকের রেকর্ড গড়া ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওনকে।
গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই ১২ উইকেট নেন জয়াসুরিয়া, হন ম্যাচসেরা। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেও ঝলক দেখান। অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের সঙ্গে সিরিজ ড্র করে শ্রীলঙ্কা, পরেরটিতে সিরিজ সেরা হন জয়াসুরিয়া।
আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়ার পর রোমাঞ্চিত জয়াসুরিয়া বলেছেন, ‘এ ঘোষণায় দারুণ খুশি আমি। আইসিসির মাসসেরা হিসেবে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দুর্দান্ত এক মাস গেছে নিশ্চিতভাবেই। টেস্টে অভিষেক হয়েছে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করতে দলে অবদান রাখার সুযোগ পেয়েছি।’
সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি দুজনের পারফরম্যান্স দারুণ হলেও জয়াসুরিয়াকে বেছে নিতে খুব একটা সমস্যা হয়নি, জানিয়েছেন ভোটিং প্যানেলের সদস্য সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান, ‘টেস্ট ক্রিকেটে এসেই দুটি পাঁচ উইকেট নিয়ে শুরু করার পারফরম্যান্সটি আসলে অসাধারণ। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন পারফরম্যান্স তো আরও মুগ্ধ করার মতো। মাত্র তিন টেস্টে ২৯ উইকেটের ব্যাপারটিকে পাশ কাটিয়ে যাওয়া কঠিন। এ কারণেই সে আমার মাসসেরা।’
অন্যদিকে ইংল্যান্ড অলরাউন্ডার ল্যাম্ব মেয়েদের মাসসেরার পুরস্কার জিতেছেন সতীর্থ ন্যাট সিভার ও ভারতের রেনুকা সিংকে টপকে। জয়াসুরিয়ার মতো অভিষেকে আলো ছড়িয়েছেন ল্যাম্বও। নর্দাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শতকের পর খেলেছেন ৬৭ ও ৬৫ রানের ইনিংস। পাশাপাশি শেষ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাধিক সংস্করণের সিরিজে ৭৮ গড়ে এ ২৪ বছর বয়সী করেছেন ২৩৪ রান। সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।
মাসসেরা হয়ে ল্যাম্ব বলেছেন, ‘জুলাই মাসে আইসিসির মেয়েদের মাসসেরার পুরস্কার জেতা খুবই রোমাঞ্চকর। টেস্ট ও ওয়ানডে দলে টপ অর্ডারে জায়গা পেয়ে খুবই খুশি আমি। কিছু রান করে দলের জয়ে অবদান রাখতে পারার ব্যাপারটি দারুণ।’