র‍্যাঙ্কিংয়ের সেরা দশে এখন মোস্তাফিজুর রহমান

logo

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |ইন্টারনেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য বোলিং করেন মোস্তাফিজ। গতরাতেও বল হাতে ছিলেন সফল। ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেলেন এবার, র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে টানা দু’জয়ে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই দু’জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে পাকিস্তানকে একাই ধসিয়ে দেন মোস্তাফিজ। বল হাতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পুরো চার ওভার বল করে এরচেয়ে কম রান দেয়ার রেকর্ড নেই আর কোনো বাংলাদেশীর।

গতরাতে সিরিজ নির্ধারণী ম্যাচেও দারুণ বল করেন তিনি। ৩.২ ওভারে ১৫ রানে নেন ১ উইকেট। এর আগে শ্রীলঙ্কা সিরিজেও দারুণ পারফর্ম করেন তিনি। এমন পারফরম্যান্সের পুরস্কার মিললো এবার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে মোস্তাফিজ ঢুকে পড়েছেন সেরা দশে। যৌথভাবে ভারতের আর্শদীপের সাথে ৯ নম্বরে অবস্থান করছেন ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ১১ রানে ৪ উইকেট শিকার করেন শেখ মেহেদী। পাকিস্তানের বিপক্ষেও দু’ম্যাচে তার শিকার ৩ উইকেট। এই সুবাদে র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১৬তম স্থানে।

তাছাড়া ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম সাকিব। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।

তবে অবনতি হয়েছে রিশাদের। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে এখন তিনি। ৪ ধাপ পিছিয়েছেন হাসান মাহমুদ। তিনি আছেন ৪০ নম্বরে।

ব্যাট হাতে উন্নতি হয়েছে তানজিদ তামিমের। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন তিনি। আছেন ৩৭ নম্বরে। আরেক ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন।

তাছাড়া ১৭ এগিয়ে ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন। তবে লিটন দাস একধাপ পিছিয়ে আছেন ৪৫ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here