স্টেডিয়ামে ভেসে আসা আজানের ধ্বনিতে মুগ্ধ অজি অধিনায়ক

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৭ মার্চ ২০২২, ১৭:৪২, আপডেট: ০৭ মার্চ ২০২২, ১৮:০৮

বাবর আজম ও প্যাট কামিন্স। – ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন পেসার প্যাট কামিন্স। দীর্ঘদিন পর পাকিস্তানে নিজেদের সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি। কামিন্স বলেছেন, এটি তার ক্যারিয়ারের একটি অসাধারণ ও বিশেষ মুহূর্ত।

সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে প্যাট কামিন্সের এ বক্তব্য উঠে আসে।

তাতে অজি অধিনায়ক পাকিস্তানে আরো বেশ কিছু ভালোলাগার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মঙ্গলবারে প্র্যাকটিসের সময়টা দারুণ ছিল। কেননা, তখন পিন্ডি স্টেডিয়ামের ভেতর পাহাড়গুলো থেকে আজানের ধ্বনি কানে এসে বাজছিল।

তিনি জানান, এ সফরে তার দলের খেলোয়াড়েরা প্রতি মুহূর্তেই নতুন কিছু শিখছে। তাছাড়া পাকিস্তানের নিরাপত্তা নিয়েও প্রশংসা করেন তিনি।

সূত্র : জিও নিউজ