মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যকার নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, ইন্দো-প্যাসিফিক কৌশল, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতা, নির্বাচন, নাগরিক স্বাধীনতাসহ সম্প্রতি বাংলাদেশে সামরিক শক্তির ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা করবে দুই দেশ। বৈঠকের সময়সূচি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।