Site icon The Bangladesh Chronicle

স্টেট ডিপার্টমেন্টে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

mzamin

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যকার নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, ইন্দো-প্যাসিফিক কৌশল, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতা, নির্বাচন, নাগরিক স্বাধীনতাসহ সম্প্রতি বাংলাদেশে সামরিক শক্তির ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা করবে দুই দেশ। বৈঠকের সময়সূচি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Exit mobile version